আর্কাইভ থেকে বলিউড

'জওয়ান'-এর সাফল্যে উচ্ছ্বসিত শাহরুখ, ভক্তদের যা ফিরিয়ে দেবেন বাদশা

'জওয়ান'-এর সাফল্যে উচ্ছ্বসিত শাহরুখ, ভক্তদের যা ফিরিয়ে দেবেন বাদশা
সাত মাস পর আবার বড় পর্দায় ফিরলেন শাহরুখ খান। অপেক্ষা শেষে মুক্তি পেল বহুল প্রতীক্ষিত ছবি ‘জওয়ান’। শাহরুখ খান, নয়নতারা, বিজয় সেতুপতি অভিনীত জওয়ান প্রি-টিকিট বুকিং-এ গড়েছিল রেকর্ড। ছবি মুক্তি পেতেই শাহরুখ ভক্তরা উচ্ছ্বসিত। তা দেখে অভিভূত কিং খানও। তিনি তার ভক্তদের সঙ্গে খুব তাড়াতাড়ি দেখা করবেন বলে আশ্বাস দেন। এই অভিনেতা গণমাধ্যমে বলেন, সব ফ্যান ক্লাবকে ধন্যবাদ জানাই, পাশাপাশি আপনারা যারা আজ প্রেক্ষাগৃহে গিয়ে ছবি দেখলেন, হলের বাইরেও এত আনন্দ করলেন তাদের সকলকে অসংখ্য ধন্যবাদ। আমি সত্যি অভিভূত। আপনারা আমাকে যতটা ভালবাসা দিলেন তা খুব তাড়াতাড়ি আপনাদের ফিরিয়ে দেব! আমাকে এত ভালবাসার জন্য অনেক ধন্যবাদ। এই ছবি দিয়েই বলিপাড়ায় তামিল পরিচালক আতলি আত্মপ্রকাশ করলেন। কিং খান সঙ্গে দক্ষিণী ইন্ডাস্ট্রির নয়নতারা ও বিজয় সেতুপতি পাশাপাশি বিশেষ চরিত্রে রয়েছেন বলি অভিনেত্রী দীপিকা পাড়ুকোন। সব মিলিয়ে কেমন হল ছবি? বলিউড আর দক্ষিণের মেলবন্ধন কি টেক্কা দিতে পারল ‘পাঠান’কে ? ‘জওয়ান’-এর মূল কাহিনিতে দু’টি আলাদা আলাদা সময় দেখানো হয়েছে। বিক্রম রাঠৌর এবং আজাদের জীবনের ওঠা-পড়াকে কেন্দ্র করে মূল গল্প। গল্পের প্রয়োজনে নানা লুকে ধরা দিয়েছিলেন শাহরুখ, আর সব রূপেই তিনি সেরা। অন্যদিকে, খলনায়কের চরিত্রে ফাটাফাটি বিজয় সেতুপতি। এর আগে তাকে ওয়েব সিরিজ় ‘ফরজ়ি’তে দেখা গিয়েছিল। জওয়ান ইতিমধ্যেই বক্স অফিসে রেকর্ড গড়েছে। ছবিটি ভারতে এক মিলিয়নেরও বেশি টিকিট বিক্রি হয়েছে প্রি-বুকিং-এ। বিশ্বব্যাপী ৩৭ কোটি টাকারও বেশি আয় করেছে। এদিকে, মহেশ বাবু জওয়ানের মুক্তির জন্য এসআরকে তার শুভেচ্ছা পাঠিয়েছেন এবং বলেছেন যে তিনি তার পরিবারের সঙ্গে প্রেক্ষাগৃহে গিয়ে সিনেমাটি দেখতে যাবেন। এএম/

এ সম্পর্কিত আরও পড়ুন জওয়ানএর | সাফল্যে | উচ্ছ্বসিত | শাহরুখ | ভক্তদের | ফিরিয়ে | দেবেন | বাদশা