আর্কাইভ থেকে ফুটবল

সৌদি লিগেও ফুটবল গোল, গোলও করা লাগে : নেইমার

সৌদি লিগেও ফুটবল গোল, গোলও করা লাগে : নেইমার
নেইমার জুনিয়র ইউরোপ ছেড়ে সৌদি লিগে গেছেন। নেইমার অল্প বয়সে সৌদি লিগে যাওয়া নিয়ে সমালোচনা কম হয়নি। তবে ব্রাজিলিয়ান তারকা মনে করেন ফ্রেন্স লিগের থেকেও সৌদি ভালো হতেও পারে। মরুভূমির দেশটিতে যে বড় বড় নাম গুলো যুক্ত হয়েছে, ফ্রেন্স লিগের থেকে সৌদি লিগ ভালো হলে নেইমার অবাক হবেন না। ক্রিশ্চিয়ানো রোনালদো থেকে শুরু হয়েছিল, এরপর করিম বেনেজেমা, সাদিও মানে, রবারতো ফিরমিনহো, এনগোলো কান্তেসহ অনেক তারকাই সৌদি লিগে নাম লিখিয়েছেন। আল ইত্তিফাক, আল নাসর, আল আহলি, আল ইত্তিহাদ দলগুলো বেশ শক্তিশালী হয়ে উঠেছে। সৌদি লিগ জেতা তাই মোটেই যে সহজ হবে না ভালো ভাবেই জানেন নেইমার। সৌদি আরবের বলও গোল, এখানে গোল দিয়েই ম্যাচ জিততে হয়। ২০২৬ বিশ্বকাপ মিশনে মাঠে নামার আগে ব্রাজিলিয়ান পোস্টার বয় জানালেন এসব কথা। নেইমার মনে করেন সৌদি লিগেও রোমাঞ্চর কিছু হবে। ‘আমি আশ্বস্ত করছি, এখানেও ফুটবল খেলাটা একই রকম। বল গোল, এখানেও গোল আছে। যাঁরা সৌদি আরবের ফুটবলে নাম লিখিয়েছেন, সেসব নাম যদি দেখেন, আমি জানি না, এটা ফ্রেঞ্চ লিগের চেয়ে ভালো কি না! আল হিলালের হয়ে শিরোপা জিততে চাই। আমি নিশ্চিত, সৌদি চ্যাম্পিয়নশিপ জেতা সহজ হবে না। অন্য দলগুলোও শক্তিশালী, বড় নাম আছে। রোমাঞ্চকর কিছু হবে, আমি নিশ্চিত আপনিও দেখবেন।’ পিএসজি থেকে সৌদি লিগে পাড়ি জমালেও নেইমার আল হিলালের হয়ে এখনো মাঠে নামেনি।তবে সৌদি লিগ সম্পর্কে মোটামুটি একটা ধারণা পেয়ে গেছেন তিনি। সে ধারণা থেকেই নেইমার জানিয়েছেন এসব কথা।

এ সম্পর্কিত আরও পড়ুন সৌদি | লিগেও | ফুটবল | গোল | গোলও | করা | লাগে | | নেইমার