আর্কাইভ থেকে ফুটবল

বড় জয় দিয়ে ২০২৬ বিশ্বকাপের যাত্রা শুরু ব্রাজিলের

বড় জয় দিয়ে ২০২৬ বিশ্বকাপের যাত্রা শুরু ব্রাজিলের
বড় জয় দিয়ে ২০২৬ বিশ্বকাপের মিশন শুরু করলো ব্রাজিল। নেইমার জুনিয়র ও রদ্রিগোর জোড়া গোলে বিশ্বকাপ বাছাইপর্বের প্রথম ম্যাচে বলিভিয়ার বিপক্ষে ৫-১ গোলের বড় জয় পেয়েছে ব্রাজিল। আজ শনিবার ঘরের মাঠে বলিভিয়ার বিপক্ষে রেকর্ডের সামনে দাঁড়িয়ে খেলতে নামেন নেইমার। ক্রোয়েশিয়ার বিপক্ষে পেলের ৭৭ গোলের রেকর্ড ছুঁয়ে ফেলা নেইমার ব্রাজিলের জার্সি গায়ে আর মাঠে নামনি। ম্যাচে ১৫ মিনিটে সুযোগও এসেছিল, তবে পেনাল্টি থেকে স্পট কিকে গোল করতে ব্যর্থ হন নেইমার। তাঁর ৯ মিনিট পরেই গোল দিয়ে দলকে প্রথম লিড এনে দেন রদ্রিগো। বিরতির আগেই একবার জাদু দেখিয়েছিলেন নেইমার। ৪০ তম মিনিটে মাঝ মাঠ থেকে বল পেয়ে ফুটবল নন্দনে ডি-বক্সের ভিতরে চলে যান নেইমার। একের পর এক ডিফেন্ডারকে বোকা বানালেও পরাস্ত হন বলিভিয়ার গোলরক্ষকের হাতে। এক গোলে এগিয়ে থেকেই বিরতিতে যায় ব্রাজিল। দ্বিতীয়ার্ধে খেলার শুরুতেই রাফিনহার গোলে ২-০ গোলের লিড পায় ব্রাজিল। ৫৪ তম মিনিটে আবারও গোল করে ৩ গোলের লিড এনে দেন রদ্রিগো। ম্যাচের মাহেন্দ্র খন আসে ৬১ তম মিনিটে। দুর্দান্ত এক দলীয় আক্রমণ থেকে লক্ষ্যভেদ করে ব্রাজিলকে পেলেকে টপকে ৭৮ গোল ছুঁয়ে পেলেন নেইমার। ৪-০ ব্যবধানে পিছিয়ে পরা বলভিয়া ৭৭ মিনিটে একটি সান্ত্বনার গোল পায়। তবে অতিরিক্ত সময়ে আরও একটি গোল করে পাঁচ বারের বিশ্বচ্যাম্পিয়নদের ৫-১ গোলের এগিয়ে দেন নেইমার।

এ সম্পর্কিত আরও পড়ুন বড় | জয় | দিয়ে | ২০২৬ | বিশ্বকাপের | যাত্রা | শুরু | ব্রাজিলের