মৌলভীবাজারের কুলাউড়া উপজেলার বরমচাল ইউনিয়নে ১৫ বছরের এক কিশোরীকে মাটি কাটার কাজে নিয়ে যাওয়ার কথা বলে ধর্ষণ করেছে সর্দার।
বৃহস্পতিবার (১৭ ফেব্রুয়ারি) বৃহস্পতিবার রাতে ঘটনার সঙ্গে জড়িত থাকার অভিযোগে মাটি কাটার সর্দার রাজু চামটা দাসকে (২৬) আটক করেছে পুলিশ।
পুলিশ জানায়, গত ১৪ ফেব্রুয়ারি সোমবার বরমচাল চা বাগানের এক কিশোরীকে মাটি কাটার কাজ দেবে বলে নিয়ে যায় চা বাগানের মাটি কাটার সর্দার রাজু চামটা দাস। পরে ওই কিশোরীকে কৌশলে পার্শ্ববর্তী ভুকশিমইল ইউনিয়নের বাদেভুকশিমইল গ্রামের ফানাই নদীর পশ্চিমপাড়ে ধানের জমিতে নিয়ে যায়। সেখানে কিশোরীকে জোরপূর্বক ধর্ষণ করে রাজু চামটা দাস।
এ ঘটনায় কিশোরীর মা বাদী হয়ে রাজু চামটা দাসকে আসামি করে বৃহস্পতিবার কুলাউড়া থানায় নারী ও শিশু নির্যাতন দমন আইনে একটি মামলা দায়ের করেন। রাতে অভিযান চালিয়ে অভিযুক্ত রাজু চামটা দাসকে আটক করে পুলিশ।
মামলার তদন্তকারী কর্মকর্তা এসআই রহিম জানান, শুক্রবার ১৮ ফেব্রুয়ারি অভিযুক্ত রাজু চামটাকে আদালতের মাধ্যমে কারাগারে প্রেরণ করা হয়েছে। কিশোরীকে ডাক্তারি পরীক্ষার জন্য মৌলভীবাজার সদর হাসপাতালে প্রেরণ করা হয়েছে।
এসআই/