আর্কাইভ থেকে বাংলাদেশ

জায়েদ খানের নৈশ ভোজ

জায়েদ খানের নৈশ ভোজ

সম্প্রতি রাজধানীর একটি তারকা হোটেলে ১১ জন শিল্পীকে নিয়ে পুর্নমিলনী অনুষ্ঠানের আয়োজন করেন বাংলা চলচ্চিত্রের জনপ্রিয় অভিনেতা জায়েদ খান।

অঞ্জনা, সুচরিতা, রোজিনা, আলীরাজ, ডিপজল, রুবেল, অরুণা বিশ্বাস, মৌসুমী, আতিকুর রহমান চুন্নু ও জয় চৌধুরী এবং ওমর সানিসহ অনেকেই উপস্থিত ছিলেন সেই নৈশভোজে।

আন্তর্জাতিক বিষয়ক সম্পাদক জয় চৌধুরী গণমাধ্যমকে বলেন, কোর্টের রায়কেই মেনে নেয়ার সিদ্ধান্ত নিয়েছেন মিশা সওদাগর-জায়েদ প্যানেল। পরবর্তী পদক্ষেপ সম্পর্কে রবিবার সংবাদ সম্মেলনে বিস্তারিত জানানো হবে। সংবাদ সম্মেলনের সময় শনিবার জানিয়ে দেয়া হবে,জানান জয় চৌধুরী।

প্রসঙ্গত, চলচ্চিত্র শিল্পি সমিতির নির্বাচনের পর সাধারণ সম্পাদক পদ নিয়ে নানান জটিলতা সৃষ্টি হয়। শেষে আদালত পর্যন্ত গড়ায় এই পদের দ্বন্দ্ব।

অনন্যা চৈতী

 

এ সম্পর্কিত আরও পড়ুন জায়েদ | খানের | নৈশ | ভোজ