আর্কাইভ থেকে বাংলাদেশ

২৩ ঘন্টা পর মেঘনায় অপহৃত ৭ জেলে উদ্ধার

২৩ ঘন্টা পর মেঘনায় অপহৃত ৭ জেলে উদ্ধার

ভোলার মনপুরায় মেঘনা নদীতে এক ট্রলারসহ অপহৃত সাত জেলেকে ২৩ ঘণ্টা পর উদ্ধার করা হয়েছে।

তবে অপহৃত জেলেদের উদ্ধারের ঘটনা নিয়ে কোস্টগার্ড ও অপহৃত জেলেদের আড়তদার ইউপি চেয়ারম্যানের পাল্টাপাল্টি বক্তব্য পাওয়া গেছে।

আজ রোববার  ( ২০ ফেব্রুয়ারি )সকাল সাড়ে ১০টায় হাতিয়া কোস্টগার্ড লিখিত সংবাদ সম্মেলনে দাবি করে, রোববার ভোর ৫টায় হাতিয়ার চর আতাউরে অভিযান চালিয়ে অপহৃত সাত জেলেসহ একটি ট্রলার উদ্ধার করা হয়। কিন্তু কোনো জলদস্যু আটক করা সম্ভব হয়নি।

এদিকে অপহৃত জেলেদের আড়তদার ও ইউপি চেয়ারম্যান অলি উল্লা কাজল   দাবি করেন মুক্তিপণের বিনিময় জেলেদের উদ্ধার করা হয়।

তিনি আরও জানান, মুক্তিপণের ২ লাখ ২ হাজার টাকা জলদস্যুদের ৫টি বিকাশ একাউন্টে দেওয়ার পর জলদস্যুরা অপহৃত জেলেদের মুক্তি দেয়।

এই ব্যাপারে নোয়াখালী জেলার হাতিয়া কোস্টগার্ডের স্টেশন কমান্ডার লে. ইফতেখারুল আলম লিখিত বক্তব্যে জানান, কোস্টগার্ডের অভিযানে উদ্ধার হওয়া জেলেদের তাদের আত্মীয়দের কাছে হস্তান্তর করা হয়েছে।

উল্লেখ্য, গত শনিবার ভোর ৬টায় মনপুরার চরপিয়ালসংলগ্ন মেঘনায় মাছ শিকারের সময় হাতিয়ার জলদস্যু মহিউদ্দিন বাহিনী সাত জেলে ট্রলারে হামলা চালিয়ে এক ট্রলারসহ ৭ জেলেকে অপহরণ করে নিয়ে যায়।

 

এসআই/

এ সম্পর্কিত আরও পড়ুন ২৩ | ঘন্টা | মেঘনায় | অপহৃত | ৭ | জেলে | উদ্ধার