আর্কাইভ থেকে বাংলাদেশ

মার্চে দুটি ফিফা ফ্রেন্ডলি ম্যাচ খেলবে বাংলাদেশ ফুটবল দল

মার্চে দুটি ফিফা ফ্রেন্ডলি ম্যাচ খেলবে বাংলাদেশ ফুটবল দল

বছরের প্রথম ফিফা ফ্রেন্ডলি ম্যাচ খেলার পরিকল্পনা করেছে বাংলাদেশ ফুটবল ফেডারেশন (বাফুফে)। আগামী মার্চ মাসের ২১ থেকে ২৯ তারিখ পর্যন্ত ফিফা উইন্ডো রয়েছে। যেখানে দুটি দেশ বাংলাদেশের বিপক্ষে ফ্রেন্ডলি ম্যাচ খেলার আগ্রহ দেখিয়েছে। 

আজ মঙ্গলবার (২২ ফেব্রুয়ারি) এক ভিডিও বার্তায় বাফুফের ন্যাশনাল টিমস কমিটির চেয়ারম্যান এবং সংস্থার সহ-সভাপতি কাজী নাবিল আহমেদ জানান, ২৫ মার্চ মালদ্বীপের বিপক্ষে এটি ম্যাচ খেলবে বাংলাদেশ দল। পরদিন ঢাকায় ফিরবে তারা। এরপর দেশে আসবে মঙ্গলিয়া ফুটবল দল। তাদের বিপক্ষে ২৯ মার্চ সিলেট বিভাগীয় স্টেডিয়ামে আরেকটি ফিফা ফেন্ডলি ম্যাচ খেলবে জামাল ভূঁইয়ারা। 

গত অক্টোবরে সাফ ফুটবল টুর্নামেন্টে অংশ নিয়েছিলো বংলাদেশ দল। রাউন্ড রবিন লিগের টুর্নামেন্টে চার ম্যাচ খেলে মাত্র একটি জয় পেয়েছিলো লাল-সবুজরা। শ্রীলঙ্কার বিপক্ষে ১-০ গোল ব্যবধানে। আর ভারত এবং নেপালের সাথে  ১-১ গোল সমতায় ড্র করে তারা। আর টুর্নামেন্টের আয়োজক দেশ মালদ্বীপের বিপক্ষে জোড়া গোল ব্যবধানে হারে দল। 

আসন্ন ফিফা ফ্রেন্ডলি ম্যাচ দিয়ে প্রথম অ্যাসাইনমেন্ট শুরু হবে লাল-সবুজদের নতুন  কোচ হাভিয়ের কাবরেরা। ৩৭ বছর বয়সী এই স্প্যানিশ কোচ ১১ মাসের জন্য চুক্তিবদ্ধ হয়েছেন বাফুফের সাথে। 

হাসিব মোহাম্মদ

এ সম্পর্কিত আরও পড়ুন মার্চে | ফিফা | ফ্রেন্ডলি | ম্যাচ | খেলবে | বাংলাদেশ | ফুটবল | দল