আর্কাইভ থেকে বাংলাদেশ

দেশের উন্নতি হয়েছে, মানুষের ক্রয়ক্ষমতা বেড়েছে

দেশের উন্নতি হয়েছে, মানুষের ক্রয়ক্ষমতা বেড়েছে

সমগ্র পৃথিবী বাংলাদেশের উন্নয়নের প্রশংসা করছে। উন্নয়নের কারণে প্রতিটি মানুষের ক্রয়ক্ষমতা ৩ গুণ বেড়ে দেশের চেহারা বদলে গেছে। দেশের উন্নয়ন ও অগ্রযাত্রার কথা উল্লেখ করে তথ্য ও সম্প্রচারমন্ত্রী এবং আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক হাছান মাহমুদ এ কথা বলেন। 

গেলো মঙ্গলবার (২৩ ফেব্রুয়ারি) রাতে ভারতের ত্রিপুরা রাজ্যের আগরতলায় বাংলাদেশের চলচ্চিত্র উৎসবে যোগদানকালে দুই দেশের শূন্যরেখায় সাংবাদিকদের এক প্রশ্নের জবাবে এসব কথা বলেন তিনি। 

তিনি আরও বলেন, প্রধানমন্ত্রী শেখ হাসিনার নেতৃত্বে গত ১৩ বছরে বাংলাদেশের মানুষের মাথাপিছু আয় সাড়ে ৪ গুণ বেড়েছে। জাতিসংঘের মহাসচিব, বিশ্বব্যাংকের প্রেসিডেন্ট ও যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট প্রশংসা করেছেন। 

এ সময় তিনি বাংলাদেশের চ্যানেলগুলো ভারতের বিভিন্ন রাজ্যে সম্প্রচারের কথা বলেন। এর আগে বিকেলে বাংলাদেশের চলচ্চিত্র শিল্পের সঙ্গে জড়িত নায়ক-নায়িকাসহ ২৮ সদস্যের প্রতিনিধিদল একইপথে ভারতের ত্রিপুরা রাজ্যের আগরতলা পৌঁছান।

অনন্যা চৈতী

এ সম্পর্কিত আরও পড়ুন দেশের | উন্নতি | হয়েছে | মানুষের | ক্রয়ক্ষমতা | বেড়েছে