আর্কাইভ থেকে দেশজুড়ে

রাজশাহীতে পালিত হচ্ছে ঐতিহাসিক ৭ মার্চ

রাজশাহীতে পালিত হচ্ছে ঐতিহাসিক ৭ মার্চ

যথাযোগ্য মর্যাদায় রাজশাহীতে পালিত হচ্ছে ঐতিহাসিক ৭ মার্চ। ঐতিহাসিক ৭মার্চ উপলক্ষে রাজশাহী মহানগর আওয়ামী লীগ ও সহযোগি সংগঠনের উদ্যোগে নানা কর্মসূচি পালন করা হচ্ছে।

আজ রোববার (৭ মার্চ) সকালে রাজশাহীর কুমারপাড়ায় আওয়ামী লীগের দলীয় কার্যালয়ের সামনে জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানসহ জাতীয় চার নেতার প্রতিকৃতিতে ফুল শ্রদ্ধা জানান রাজশাহী মহানগর আওয়ামী লীগের সভাপতি ও রাসিক মেয়র এ.এইচ.এম খায়রুজ্জামান লিটন।

এরপর শ্রদ্ধা জানায় মুক্তিযোদ্ধা, যুবলীগ, সেচ্ছাসেবকলীগ, ছাত্রলীগ সহ সহযোগি সংগঠনের নেতৃবৃন্দ।

পরে আওয়ামী লীগের দলীয় কার্যালয়ে আলোচনা সভার আয়োজন করা হয়। ঐতিহাসিক ৭মার্চের তৎপর্য তুলে ধরে আলোচনা সভায় বক্তব্য রাখেন নগর আওয়ামী লীগের সভাপতি ও রাসিক মেয়র এএইচএম খায়রুজ্জামান লিটন, সহসভাপতি শাহীন আক্তার রেনী, সাধারণ সম্পাদক ডাবলু সরকার, মুক্তিযোদ্ধা আব্দুল মান্নানসহ বিভিন্ন পর্যায়ের নেতৃবৃন্দ।

এদিকে ঐতিহাসিক ৭মার্চ উপলক্ষে নগরীর গুরুত্বপূর্ণ মোড়ে মোড়ে মাইকে বাজনও হচ্ছে বঙ্গবন্ধুর সেই ঐতিহাসিক ভাষণ। নগরীর পাশাপাশি জেলা পর্যায়েও পালিত হচ্ছে ঐতিহাসিক ৭মার্চ।

শেখ সোহান

এ সম্পর্কিত আরও পড়ুন রাজশাহীতে | পালিত | হচ্ছে | ঐতিহাসিক | ৭ | মার্চ