আর্কাইভ থেকে বাংলাদেশ

কিয়েভে বিস্ফোরণ, ইউক্রেনের রাজধানীর দিকে আসছে রুশ সেনারা

কিয়েভে বিস্ফোরণ, ইউক্রেনের রাজধানীর দিকে আসছে রুশ সেনারা

ইউক্রেনের রাজধানী কিয়েভ থেকে বেশ কয়েকটি বিস্ফোরণের খবর পাওয়া যাচ্ছে। কিয়েভে থাকা সিএনএনের একটি দল জানিয়েছে, কিয়েভ শহরের কেন্দ্রস্থলে দুইটি বোমা বিস্ফোরণের শব্দ পাওয়া গেছে। আরেকটি বিস্ফোরণের শব্দ পাওয়া গেছে কিছুটা দূরের এলাকায়।

কিয়েভে থাকা বিবিসির সাংবাদিক পল অ্যাডামস জানিয়েছেন, শহরে একাধিক বিস্ফোরণের শব্দ পেয়ে তিনি ভবনের বেসমেন্টে আশ্রয় নিয়েছেন।

ইউক্রেনের সাবেক স্বরাষ্ট্র উপমন্ত্রী অ্যান্টন হেরাসচেঙ্কো ইউনিয়ন নিউজ এজেন্সিকে বলেছেন, তিনি দুইটি বিস্ফোরণের শব্দ শুনতে পেয়েছেন, যা ক্রুজ বা ব্যালিস্টিক মিসাইলের বলে মনে হয়েছে।

এদিকে, কিয়েভের অ্যাপার্টমেন্ট ব্লকের ওপরে রাশিয়ার বিমান বিধ্বস্ত হয়েছে।

ইউক্রেনের স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের একজন কর্মকর্তা জানিয়েছেন, ডার্নাৎস্কি জেলায় একটি নয় তলা ভবনের ওপর রাশিয়ার একটি বিমান বিধ্বস্ত হয়েছে।

আরও জানা যাচ্ছে যে, রাশিয়ার বেশ কয়েকটি ক্ষেপণাস্ত্র হামলা ভণ্ডুল করে দিয়েছে ইউক্রেনের বিমান প্রতিরক্ষা ব্যবস্থা। তারা শক্রুপক্ষের একটি বিমানও ভূপাতিত করেছে।

ইউক্রেনের সামরিক বাহিনী একটি ভিডিও প্রকাশ করে বলছে যে উত্তর-পূর্বাঞ্চলীয় শহর সুমির রাস্তায় রাশিয়ান হামলাকারীদের সঙ্গে প্রতিরক্ষা যোদ্ধাদের লড়াই চলছে। সুমি শহরে দুই লাখ ৬০ হাজার মানুষ রয়েছে।

শহরের স্থানীয় প্রশাসনের প্রধান ডিমিত্রো যাইভৎস্কি বলেছেন, রাশিয়ান সৈন্যদের বিশাল একটি বহর শহরটিকে পেছনে ফেলে পশ্চিমে কিয়েভের দিকে এগিয়ে যাচ্ছে।

আক্রমণের প্রথম দিনেই ইউক্রেনে নিহত হয়েছেন ১৩৭ জন। নিহতদের মধ্যে সামরিক ও বেসামরিক মানুষও রয়েছেন। এছাড়া ৫০ জন রুশ সেনা নিহত হয়েছে বলে জানা গেছে।

এ সম্পর্কিত আরও পড়ুন কিয়েভে | বিস্ফোরণ | ইউক্রেনের | রাজধানীর | দিকে | আসছে | রুশ | সেনারা