নব্বইয়ের দশকের প্রথম সারির নায়িকা। কর্মজীবনে সাফল্য তার ঝুলিতে। আবার ব্যক্তিগত জীবনেও পারিবারিক দায়িত্ব সামলেছেন। সিনেমার পর্দা থেকে দূরে থাকলেও, ওয়েব সিরিজে পা রেখেছেন এক সময়ের বলিউড সুন্দরী রবীনা। এক সময় বলিউডে রাজত্ব করেও সুদীর্ঘ ক্যারিয়ারে রবীনা ট্যান্ডন কিছু শর্ত মেনে চলেছেন। যেমন লাস্যময়ী অবতারে পর্দায় হাজির হলেও রবীনা কখনও সহ-অভিনেতাকে পর্দায় চুম্বন করেননি। কারণ কী? অভিনেত্রী এই প্রসঙ্গে তার মতামত জানিয়েছেন।
সংবাদ মাধ্যমে সাক্ষাৎকারে সেই পুরনো যুগের গল্প তুলে ধরেন অভিনেত্রী। আর তা করতে গিয়েই রবিনার মুখে শোনা যায় কিছু বিস্ফোরক তথ্য। এমনই এক তথ্য সম্প্রতি ফাঁস করলেন রবিনা।
অভিনেত্রী জানান, সেই সময়ে সিনেমায় চুক্তি ততটা জটিল ছিল না। তা ছাড়া পর্দায় চুম্বনদৃশ্যে তিনি স্বচ্ছন্দবোধ করতেন না। এই প্রসঙ্গে একটি অভিজ্ঞতা ভাগ করে নেন ‘মোহরা’ খ্যাত অভিনেত্রী।
রবীনা বলেন, ‘মনে আছে এক বার একটি ঘনিষ্ঠ দৃশ্যে এক অভিনেতার সঙ্গে অসতর্কতায় আমার ঠোঁট স্পর্শ করে। নায়কের ঠোঁটে ঠোঁট রাখতেই গা গুলিয়ে ওঠে। কিন্তু তখন কিছু করার ছিল না। পরে শটের পর আমার ঘরে ফিরে আমি বমি করে ফেলি। ক্যামেরা বন্ধ হতেই বাথরুমে যাই, বমি চলে আসে। কারণ ওই ঘটনা মনে করেই আমার অস্বস্তি। সে দিনের অভিজ্ঞতা আজও ভুলতে পারিনি।
খুব শীঘ্র বলিউডে পা রাখতে চলেছেন রবীনার কন্যা রাশা থডানী। মেয়েকে যদি পর্দায় কখনও চুম্বনদৃশ্যে অভিনয় করতে হয় তা হলে রবীনা কি তা মেনে নেবেন? অভিনেত্রী সেই সিদ্ধান্ত আপাতত রাশার উপরেই ছেড়ে দিতে চাইছেন। রবীনার কথায়, ‘ও যদি স্বচ্ছন্দবোধ করে তা হলে তো কোনও সমস্যা নেই। তবে ও যদি না চায়, তা হলে কেউ ওকে জোর করে সেটা করাতে পারবে না।’