আর্কাইভ থেকে বাংলাদেশ

টানা ম্যাচ জিতে সবার উপরে বসুন্ধরা কিংস

টানা ম্যাচ জিতে সবার উপরে বসুন্ধরা কিংস

বাংলাদেশ প্রিমিয়ার লিগে টানা পঞ্চম ম্যাচ জিতলো বসুন্ধরা কিংস। আজ সোমবার (২৮ ফেব্রুয়ারি) কিংস এরেনায় শেখ রাসেল ক্রীড়া চক্রকে ১-০ গোলে হারিয়েছে বর্তমান চ্যাম্পিয়নরা। দলের জয়সূচক গোলটি করেছেন ব্রাজিলিয়ান ফরোয়ার্ড রবসন রোবিনহো। ছয় ম্যাচে পাঁচ জয়ে ১৫ পয়েন্ট নিয়ে শীর্ষে বসুন্ধরা কিংস।

আগের চার ম্যাচে জয়ের আত্মবিশ্বাস নিয়ে কিংস এরেনায় শুরু থেকেই রাসেলকে চেপে ধরে রোবিনহো,ইব্রাহিমরা। বেশ কয়েকবার আক্রমণে গেলেও শেখ রাসেলের গোলরক্ষক আশরাফুল রানাকে পরাস্ত করতে পারেনি। দ্বিতীয়ার্ধে গোলের খুঁজে থাকা বসুন্ধরা কিছুটা ধীরগতির খেললেও রবসন রোবিনহোর দৃঢ়তায় স্বস্তির জয় পায় বর্তমান চ্যাম্পিয়নরা।  
 
প্রথমার্ধে তিনবার গোলের খুব কাছে গিয়েও গোলে পরিণত করতে পারেনি কিংস ফরোয়ার্ডরা। তিনবারই প্রতিপক্ষের গোলরক্ষক আশরাফুল রানার আটকে দেয় কিংস স্ট্রাইকাররা। সপ্তম মিনিটে দারুণ সুযোগ তৈরি করে বসুন্ধরা কিংস কিন্তু আশরাফুল রানার নৈপুণ্যে গোলের দেখা পায়নি। ইয়াসিন আরাফাতের তুলে দেওয়া বলে ইব্রাহিমের মাপা হেড ডান দিকে ঝাঁপিয়ে রক্ষা করেন রাসেলের অভিজ্ঞ এই গোলরক্ষক। ১১ মিনিটে আবারো শেখ রাসেলকে রক্ষা করেন আশরাফুল রানা। 
 
প্রথমার্ধে গোলশূন্য থাকার পর ম্যাচের ৮৩ মিনিটে ডেডলক ভাঙে কিংসরা। বক্সের ভেতর রোবিনহোকে ফেলে দেন নাসিরুদ্দিন চৌধুরী। পেনাল্টি পায় বসুন্ধরা। স্পট কিকে গোল করে দলকে এগিয়ে নেন রবসন রোবিনহো। চলতি লিগে এটি তার পঞ্চম গোল। বাকি সময়ে আর ম্যাচে ফিরতে পারেনি শেখ রাসেল। 

আগামী ৫ই মার্চ কিংস এরেনায় মোহামেডান স্পোর্টিং ক্লাবের বিপক্ষে মাঠে নামবে বসুন্ধরা কিংস।

হাসিব মোহাম্মদ

এ সম্পর্কিত আরও পড়ুন টানা | ম্যাচ | জিতে | সবার | উপরে | বসুন্ধরা | কিংস