আর্কাইভ থেকে দেশজুড়ে

বজ্রপাতে চাচী-ভাতিজির মৃত্যু

বজ্রপাতে চাচী-ভাতিজির মৃত্যু
হবিগঞ্জ জেলার মাধবপুর উপজেলায় আজ বজ্রপাতে দুইজনের মৃত্যু হয়েছে। নিহতরা সম্পর্কে একে অন্যের চাচী-ভাতিজি। শুক্রবার (২৯ সেপ্টেম্বর) বিকেলে উপজেলার শিমুলঘর এলাকায় এ ঘটনা ঘটে। মাধবপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. রাকিবুল ইসলাম খান জানান- নিহতরা হলেন- শিমুলঘর গ্রামের রুবেল মিয়ার মেয়ে ছাদিয়া আক্তার (১২) ও সোহেল মিয়ার মেয়ে শান্তা আক্তার (২২)। পুলিশ ও স্থানীয়রা জানান, বিকেলে একই পরিবারের তিনজন মাধবপুর উপজেলার ধর্মঘর এলাকায় বেড়াতে যাওয়ার উদ্দেশে বাড়ি থেকে বের হন। তারা ফান্দাউক-ছাতিয়ান সড়কে গাড়ির জন্য অপেক্ষা করছিলেন। এ সময় বৃষ্টির সঙ্গে বজ্রপাত হলে তিনজন আহত হন। পরে স্থানীয়রা তাদের মাধবপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিলে চিকিৎসক ছাদিয়া আক্তার ও শান্তা আক্তারকে ডাক্তার মৃত ঘোষণা করেন। এছাড়া অপর আহত শিমুলঘর গ্রামের রহমত আলীর স্ত্রী শারমিন আক্তারের (২৫) হাসপাতালে চিকিৎসা চলছে। মাধবপুর উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মো. মঞ্জুর আহসান জানান, নিহত দুইজনের পরিবারকে ২০ হাজার টাকা করে সরকারি সহায়তা দেয়া হবে।

এ সম্পর্কিত আরও পড়ুন বজ্রপাতে | চাচীভাতিজির | মৃত্যু