ফের মা হতে চলেছেন আনুষ্কা শর্মা! হ্যাঁ, বলিউড জুড়ে এখন একটাই গুঞ্জন। শোনা যাচ্ছে, খুব শীঘ্রই নাকি পরিবারে নতুন সদস্য আসার খবর আনুষ্ঠানিকভাবে ঘোষণা করবেন বিরাট ও অনুষ্কা।
মেয়ে ভামিকা কোহলির বয়স দু’বছর। এর মাঝেই নতুন খবর দিতে চলেছেন আনুষ্কা শর্মা ও বিরাট কোহলি। ফের মা হতে চলেছেন অভিনেত্রী। শোনা যাচ্ছে, তিন মাসেরও বেশি তিনি অন্তঃসত্ত্বা। আপাতত, বিষয়টি গোপনেই রাখতে চান বিরাট।
সম্প্রতি একটি ভিডিও সোশাল মিডিয়ায় ভাইরাল হয়। যেখানে দেখা গেছে, একটি ক্লিনিক থেকে বের হচ্ছেন বিরাট ও আনুষ্কা। পাপারাৎজিদের দেখে ছবি তুলতে বারণও করেন বিরাট। তার পর ক্যামেরা এড়িয়ে ঝটপট গাড়িতে উঠে যান
গেলো কয়েক মাস ধরেই আনুষ্কা নিজেকে লোকচক্ষুর আড়ালেই রেখেছেন। স্বামী বিরাটের সঙ্গে ক্রিকেট সফরেও যাচ্ছেন না তিনি। তাকে দেখা যায় না কোনও ফিল্মি পার্টিতেও। অনেকেই মনে করছেন, অন্তঃসত্ত্বা হওয়ার কারণেই হয়তো নিজেকে লুকিয়ে রেখেছেন অনুষ্কা।
অভিনয়ের পাশাপাশি এখন মা হিসেবে গুরুদায়িত্ব আনুষ্কা শর্মার। মেয়ে ভামিকা বড় হচ্ছে। অতঃপর মা হিসেবে বিরাট-পত্নীর দায়িত্বও বেড়েছে। সন্তান হওয়ার পর আর পাঁচজন মায়ের মতোই যে আনুষ্কারও জীবন বদলে গেছে, তা আর বলার অপেক্ষা রাখে না!
সূত্রের খবর, কোহলি দম্পতি আগের বারের মতোই এই খুশির খবরের কথা ঘোষণা করবেন। তবে গত বারের মতোই একটু শেষের দিকে। তাই তার আগে গোপনীয়তা বজায় রাখতে চাইছেন দম্পতি। সম্প্রতি নিজের বাড়িতে গণেশ পুজোর অনুষ্ঠানেও শাড়িতে কিংবা ঢিলেঢালা চুড়িদারেই দেখা গিয়েছিল অভিনেত্রীকে। ক্যামেরার থেকে আড়াল রাখতেই পোশাক নির্বাচনে বাড়তি সর্তকতা অনুষ্কার।
বিয়ের অনেক আগে থেকেই আনুষ্কা ও বিরাটের প্রেম এবং রোমান্টিক ছবি দারুণ হিট সোশ্যাল মিডিয়ায়। এখন তো কন্যা ভামিকাও এসেছে বিরাটের সংসারে। সব মিলিয়ে এই সেলেব দম্পতি আরও বেশি করে প্রেমময় হয়ে উঠছেন। সংসার, কন্যা নিয়েই আপাতত মেতে আছেন আনুষ্কা। নিজেকে কিছুদিনের জন্য সিনেমা থেকে রেখেছেন দূরে।