আর্কাইভ থেকে জাতীয় পার্টি

সরকার গদির লোভে দেশের মানুষের কথা ভুলে গেছে : জিএম কাদের

সরকার গদির লোভে দেশের মানুষের কথা ভুলে গেছে : জিএম কাদের
বাজার ব্যবস্থাপনায় ব্যর্থতার নিকৃষ্ট রেকর্ড করেছে সরকার। তারা গদির লোভে দেশের মানুষের কথা ভুলে গেছে। গদি টিকিয়ে রাখতে সরকার যতটা মরিয়া হয়ে উঠেছে, তার অর্ধেক সচেতন হলেও বাজার ব্যবস্থা নিয়ন্ত্রণের বাইরে যেতে পারতো না। বললেন জাতীয় পার্টির চেয়ারম্যান ও বিরোধীদলীয় উপনেতা গোলাম মোহাম্মদ (জিএম) কাদের। আজ শনিবার (৩০ সেপ্টেম্বর) এক বিবৃতিতে এসব কথা বলেন তিনি। জিএম কাদের বলেন, সম্প্রতি ডিম, পেঁয়াজ ও আলুর দাম নির্ধারণ করে দেয় সরকার। কিন্তু একদিনও সরকারের বেঁধে দেয়া মূল্যে পণ্য বিক্রি করেনি খুচরা বিক্রেতারা। সরকার কয়েক বছর ধরেই বাজার নিয়ন্ত্রণে ব্যর্থ হচ্ছে। তিনি বলেন, কারা এবং কেন পণ্যের দাম বাড়িয়ে দিচ্ছে? সরকার তাদের ধরতে পারছে না কেন? মজুতদার ও অসাধু সিন্ডিকেটের কাছে সরকার কি জিম্মি? বাজার মনিটরিং বলতে কিছুই নেই। কাদের আরও বলেন, সরকার মানুষের কষ্ট বোঝে না। বাজার ব্যবস্থাপনায় সরকারের ব্যর্থতার সুস্পষ্ট ব্যাখ্যা জানতে চায় দেশের মানুষ। দেশের মানুষের কাছে নিত্যপণ্যের বাজার যেন মূর্তিমান আতঙ্ক। অসাধু ব্যবসায়ী ও সিন্ডিকেটের দৌরাত্ম্য নির্মূল করে নিত্যপণ্যের মূল্য সহনীয় রাখতে কার্যকর ব্যবস্থা নিতে হবে।

এ সম্পর্কিত আরও পড়ুন সরকার | গদির | লোভে | দেশের | মানুষের | কথা | ভুলে | গেছে | | জিএম | কাদের