এষা গুপ্তা তার সৌন্দর্য এবং চলচ্চিত্রে তার অভিনয় দিয়ে বারবার দর্শকদের মুগ্ধ করেছেন। অভিনেত্রী সম্প্রতি ইন্ডাস্ট্রিতে কাস্টিং কাউচের মুখোমুখি হওয়ার বিষয়েও মুখ খুলেছেন এবং ভয়াবহ ঘটনাগুলি সকলের সঙ্গে ভাগ করে নিয়েছেন। একটি সাক্ষাৎকারে এষা গুপ্তা বলেছিলেন, একজন চলচ্চিত্র নির্মাতা তাকে যৌন সম্পর্ক নিয়ে কুপ্রস্তাব দিয়েছিলেন এবং তিনি তৎক্ষণাৎ তা প্রত্যাখ্যান করেন।
সেই ঘটনার কথা বলতে গিয়ে এই অভিনেত্রী বলেন, ‘ছবির কাজ অর্ধেক শেষ। আমি প্রত্যাখ্যান করলে সহ-প্রযোজক নির্মাতাকে বলেছিলেন যে তিনি আমাকে ছবিতে দেখতে চান না। আমি সেটে কী করছি এখনও? এর পরে, কিছু নির্মাতা এমনকি আমাকে ছবিতে কাস্ট করতেও চাননি। আমি শুনেছিলাম যে এই লোকেরা আমার সম্পর্কে বলতেন যে আমি যদি কিছু না করি তবে আমাকে ছবিতে নেওয়ার কী আছে?
অভিনেত্রী আরও একটি ঘটনার কথা বলেছিলেন। যখন তিনি আউটডোরে শ্যুটিং করছিলেন তখন দু'জন লোক 'কাস্টিং কাউচের ফাঁদ' বিছিয়েছিলেন তার জন্য। অভিনেত্রী বলেন, ‘দুজন লোক কাস্টিং কাউচের ফাঁদ পেতেছিল। আমি বুঝতে পেরেছিলাম। কিন্তু, তারপরও আমি ছবিটি করেছি। কারণ, জানতাম তারা কিছুই করে উঠতে পারবে না। তিনি এও ভেবেছিলেন আউটডোর শ্যুটিংয়ের সময় আমি তার ফাঁদে পড়ে যাব। আমিও বুদ্ধিমান ছিলাম, বললাম একা ঘুমাবো না। আমি আমার মেকআপ আর্টিস্টকে আমার ঘরে ঘুমাতে ডেকেছিলাম।’
অভিনেত্রী তার ক্ষোভপ্রকাশ করে বলেছিলেন যে এই ধরনের লোকেরা তারকা সন্তানদের সঙ্গে এই কাজগুলো করতে পারে না। কারণ, তাদের বাবা-মা তাদের মেরে ফেলবে। সেই ভয় রয়েছে।
ক্ষুব্ধ হয়ে অভিনেত্রী বলেন, ‘এইসব মানুষেরা মনে করে যে আমাদের যদি কাজের প্রয়োজন হয়, তবে আমরা যে কোনও কিছু করতে পারি।’
কাজের ক্ষেত্রে এষা গুপ্তাকে সম্প্রতি ওয়ান ডে: জাস্টিস ডেলিভারড ছবিতে দেখা গেছে তাকে। অভিনেত্রীকে পরবর্তীতে দেশি ম্যাজিক ছবিতেও দেখা যাবে। যে ছবিতে আরও অভিনয় করেছেন জায়েদ খান, সাহিল শ্রফ, রণধীর কপুর এবং রবি কিশান। অভিনেত্রীর তালিকায় দীপক তিজোরির টিপসি রয়েছে এবং অক্ষয় কুমার, পরেশ রাওয়াল এবং সুনীল শেঠি-অভিনীত হেরা ফেরি 3-ও রয়েছে।
এর আগেও একাধিক অভিনেত্রী ইন্ডাস্ট্রির এই বিষয়টি নিয়ে মুখ খুলেছেন। তবে এই সমস্যা আগেও ছিল, আজও আছে। এষা যেকোনও বিষয়েই স্পষ্টবাদী হিসেবেই পরিচিত। এক্ষেত্রেও তাই কোনও রাখঢাক নেই তার।