আর্কাইভ থেকে অপরাধ

যুদ্ধাপরাধী মৃত্যুদণ্ডপ্রাপ্ত পলাতক আসামি গ্রেপ্তার

যুদ্ধাপরাধী মৃত্যুদণ্ডপ্রাপ্ত পলাতক আসামি গ্রেপ্তার
মুক্তিযুদ্ধের সময় মানবতাবিরোধী অপরাধের দায়ে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালে মৃত্যুদণ্ড পাওয়া পলাতক আসামি খান রোকনুজ্জামানকে গ্রেপ্তার করেছে র‌্যাপিড অ্যাকশন ব্যাটালিন (র‌্যাব)। শনিবার (৩০ সেপ্টেম্বর) ঢাকার সাভার এলাকা থেকে তাকে গ্রেপ্তার করে র‌্যাব-২। গ্রেপ্তার রোকনুজ্জামানের বাড়ি সাতক্ষীরা সদরে। তার বাবার নাম মহব্বত আলী খান। গ্রেপ্তারের বিষয়টি নিশ্চিত করেছেন র‌্যাব-২ এর সিনিয়র সহকারী পরিচালক (মিডিয়া) সিনিয়র এএসপি শিহাব করিম। তিনি জানান, মুক্তিযুদ্ধের সময় যুদ্ধাপরাধের দায়ে করা মামলায় মৃত্যুদণ্ড হয় খান রোকনুজ্জামানের। তিনি একাত্তরে সাতক্ষীরা এলাকায় মুক্তিকামী মানুষের ওপর নির্যাতন, অপহরণ, লুণ্ঠন, অগ্নিসংযোগ, ধর্ষণ, হত্যা-গণহত্যাসহ বিভিন্ন মানবতাবিরোধী কাজ করেছিলেন। রাজাকার বাহিনীর সক্রিয় সদস্য ছিলেন তিনি। তার বিরুদ্ধে সাতক্ষীরা জেলায় পাঁচজনকে গলাকেটে এবং একজনকে বেয়নেট দিয়ে খুঁচিয়ে হত্যা, দুইজনকে ধর্ষণ ও ১৪ জনকে আটক করে নির্যাতনের অভিযোগ ছিল। এসব ঘটনায় ২০১৫ সালে সাতক্ষীরায় একটি মামলা হয়। পরে মামলাটি আমলে নিয়ে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালে পাঠানোর আদেশ দেন। ট্রাইব্যুনালের তদন্ত করে ২০১৭ সালে রায় ঘোষণা করেন। রায়ে রোকনুজ্জামানের মৃত্যুদণ্ড হয়। তার বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা প্রক্রিয়াধীন।

এ সম্পর্কিত আরও পড়ুন যুদ্ধাপরাধী | মৃত্যুদণ্ডপ্রাপ্ত | পলাতক | আসামি | গ্রেপ্তার