আর্কাইভ থেকে বাংলাদেশ

নিত্যপণ্যের মূল্য বৃদ্ধির প্রতিবাদে বিক্ষোভ সমাবেশ

নিত্যপণ্যের মূল্য বৃদ্ধির প্রতিবাদে বিক্ষোভ সমাবেশ

দ্রব্যমূল্যের ঊর্ধ্বগতি বন্ধ করে সরকারকে সব কিছুতেই ভর্তুকি দিয়ে নিত্যপণ্যের দাম সাধারণ মানুষের ক্রয় ক্ষমতায় মধ্যে রাখতে হবে। বললেন গণফোরাম সভাপতি মোস্তফা মহসিন মন্টু ।

আজ বুধবার (২ মার্চ) জাতীয় প্রেসক্লাবের সামনে গণফোরাম আয়োজিত দ্রব্যমূল্যের লাগামহীন ঊর্ধ্বগতি, তেল, গ্যাস ও পানির মূল্য বৃদ্ধির প্রতিবাদে আয়োজিত বিক্ষোভ সমাবেশে তিনি এসব কথা বলেন।

মন্টু গণমাধ্যমকে বলেন, দেশের মানুষের অর্থ নিরাপদে রাখার দায়িত্ব বাংলাদেশ ব্যাংকের। কিন্তু সেটিও আজ নিরাপদ নয়। কেন্দ্রীয় ব্যাংকের গভর্নর অবসর নিয়ে চলে গেলেন, এমডি কোথায় গেলেন তার কোনো হদিস নেই। বাংলাদেশের একটি সরকারি ব্যাংকও আজ দুর্নীতিমুক্ত নয়। প্রত্যেকটি জায়গায় দলীয়করণ করা হয়েছে।

এ সময় সমাবেশে আরও উপস্থিত ছিলেন গণফোরামের সাধারণ সম্পাদক সুব্রত রায় চৌধুরী, গণফোরাম নেতা জগলুল হায়দার আফ্রিক প্রমুখ।

অনন্যা চৈতী

এ সম্পর্কিত আরও পড়ুন নিত্যপণ্যের | মূল্য | বৃদ্ধির | প্রতিবাদে | বিক্ষোভ | সমাবেশ