আর্কাইভ থেকে বাংলাদেশ

ইউরোপের পথে ১৫ লাখ ইউক্রেনবাসী

ইউরোপের পথে ১৫ লাখ ইউক্রেনবাসী

ইউক্রেন ও রাশিয়ার মধ্যে চলমান আগ্রাসনের ১১তম দিনে শরণার্থীর ঢল নেমেছে ইউরোপে। যুদ্ধে এ পর্যন্ত ১৫ লাখ ইউক্রেনবাসি পাড়ি জমিয়েছেন প্রতিবেশি দেশগুলোতে। 

আজ রোববার (৬ মার্চ) রয়টার্স সূত্র থেকে এ তথ্য নিশ্চিত জানা যায়। 

জানা গেছে, শরণার্থীদের মধ্যে অধিকাংশই পাড়ি জমিয়েছে পোল্যান্ডে। এছাড়া হাঙ্গেরি, রোমানিয়া, মলডোভা, স্লোভাকিয়া ঢুকছে অসংখ্য মানুষ। 

শরণার্থীদের আন্তরিকতার সঙ্গে গ্রহণ করলেও ঢল সামলাতে হিমশিম খাচ্ছে মলডোভা। এই মুহূর্তে দেশটিতে জরুরি ভিত্তিতে ত্রাণ সহায়তা দরকার।

জাতিসংঘ শরণার্থী সংস্থার হাই কমিশনার ফিলিপ্পো গ্র্যান্ডি জানিয়েছেন, মলডোভার সরকার শরণার্থীদের সেবায় কোনো ত্রুটি রাখছে না। তবে এই ঢল সামলাতে তাদের সহায়তার প্রয়োজন। মলডোভা বেশ ছোট একটি দেশ।

উল্লেখ্য, গেলো বৃহস্পতিবার (২৪ ফেব্রুয়ারি) রাশিয়ার প্রেসিডেন্ট পুতিনের সামরিক অভিযান ঘোষণার কয়েক মিনিট পরেই ইউক্রেনে বোমা ও ক্ষেপণাস্ত্র হামলা শুরু করে রুশ সেনারা। এরপর থেকে ইউক্রেন ও রাশিয়ার মধ্যে যুদ্ধ চলছে।

তাসনিয়া রহমান

এ সম্পর্কিত আরও পড়ুন ইউরোপের | পথে | ১৫ | লাখ | ইউক্রেনবাসী