আর্কাইভ থেকে বাংলাদেশ

বিএনপির রাজনীতি ও দেশ পরিচালনায় কোন লক্ষ্য নেই : রেলপথ মন্ত্রী

বিএনপির রাজনীতি ও দেশ পরিচালনায় কোন লক্ষ্য নেই : রেলপথ মন্ত্রী

প্রধান মন্ত্রী শেখ হাসিনার নেতৃত্বে একটি আত্মনির্ভরশীল দেশ গড়াল লক্ষ্য নিয়ে অত্যন্ত পরিকল্পিত ভাবে দেশকে উন্নয়নের উচ্চশিখরে এগিয়ে নিতে কাজ করে যাচ্ছে সরকার। বললেন রেলপথ মন্ত্রী অ্যাডভোকেট মো.নূরুল ইসলাম সুজন ।

আজ রোববার (৬ মার্চ) পঞ্চগড়ের দেবীগঞ্জ উপজেলার দেবীগঞ্জ সদর ইউনিয়ন পরিষদ নতুন কমপ্লেক্স ভবন উদ্বোধন কালে আয়োজিত এক সুধী সমাবেশে এ কথা বলেন।

মন্ত্রী বলেন,বিএনপির রাজনীতি ও দেশ পরিচালনায় কোন লক্ষ নেই। ধর্মের অনুভুতি দিয়ে আবেগের কথা বলে মানুষকে বিভ্রান্ত করতে চায়। বিভ্রান্তি রাজনীতি থেকে দুরে থাকার জন্য সকলের প্রতি আহবান জানান। মন্ত্রী বলেন,সমন্বিত পরিকল্পনায় সমৃদ্ধ দেশ গড়াল লক্ষে সড়ক যোগাযোগ,রেল ব্যবস্থার উন্নয়ন,শত ভাগ বিদ্যুত,ব্যাপক কর্মসংস্থান.কৃষি উন্নয়ন ও সামাজিক নিরাপত্তা বেষ্টনীর মাধ্যমে দেশ আজ বিশে^র দরবারে রোল মডেলে পরিণত হয়েছে।
 
পঞ্চগড় জেলা প্রশাসক মো.জহুরুল ইসলামের সভাপতিত্বে উদ্বোধনী সভায় অন্যানের মধ্যে পুলিশ সুপার মোহাম্মদ ইউসুফ আলী,উপজেলা নির্বাহী অফিসার প্রত্যয় হাসান,আওয়ামী লীগ নেতা গিয়াস উদ্দিন চৌধুরী,হাসনাৎজ্জামান চৌধুরী,গোলাম রহমান সরকার, ও ইউনিয়ন পরিষদ চেয়ারম্যান আশরাফুল আলম এমু বক্তব্য রাখেন। স্থানিয় সরকার প্রকৌশল বিভাগের তত্ত্বাবধানে ১ কোটি ২ দুই লাখ টাকা ব্যয়ে এই ইউনিয়ন পরিষদ কমপ্লেক্স ভবন নির্মান করা হয়। একই অনুষ্ঠানে মন্ত্রী ৫ শত জন গরীব মানুষের মাঝে কম্বল বিতরন করেন।সভায় ওই ইউনিয়নের বিএনপি সহ বিভিন্ন রাজনৈতিক দল সমর্থিত ২ শত জন মানুষ আওয়ামী লীগে যোগদান করেন। 

মন্ত্রী তাদের রজনী গন্ধা ফুল উপহার দিয়ে দলে বরণ করে নেন। এর পর একই দিন বিকালে মন্ত্রী দেবীগঞ্জের সুন্দরদিঘী ইউনিয়নের পাইকার পাড়ায় রাইস ট্রান্সপ্লান্টারের সাহায্যে বোরো ধানের চারা রোপনের মাধ্যমে সমলয়ে চাষাবাদ কার্যক্রমের উদ্বোধন করেন এবং আয়োজিত কৃষক-কৃষাণী সমাবেশে প্রধান অতিথির বক্তব্য রাখেন। রাইস ট্রান্সপ্লান্টারের সাহায্যে ওই এলাকায় দেড় শত বিঘা জমিতে এবারে বোরো চাষ করা হচ্ছে। 
 

এসআই/

এ সম্পর্কিত আরও পড়ুন বিএনপির | রাজনীতি | ও | দেশ | পরিচালনায় | লক্ষ্য | নেই | | রেলপথ | মন্ত্রী