আর্কাইভ থেকে জাতীয়

বাম-ডান,উত্তর-দক্ষিণ বুঝি না আন্দোলনে ঝাঁপিয়ে পড়ুন: ফখরুল

বাম-ডান,উত্তর-দক্ষিণ বুঝি না আন্দোলনে ঝাঁপিয়ে পড়ুন: ফখরুল
‘ক্ষমতাসীনরা দেশকে লুটেরাদের স্বর্গরাজ্যে পরিণত করেছে।জনগণ জেগে ওঠেছে, এবার পরিবর্তন হবেই। তাই আর কথা নয়। কথা একটাই-আর কালবিলম্ব না করে বাম-ডান, উত্তর-দক্ষিণ বুঝি না, যারা দেশকে ভালোবাসেন সবাই ঝাঁপিয়ে পড়ুন। এই ভয়াবহ দানব থেকে দেশকে রক্ষা করুন।’ দলের নেতাকর্মী ও জনগণের উদ্দেশ্যে এসব কথা বললেন বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর। মঙ্গলবার বিকালে ঢাকা রিপোর্টার্স ইউনিটিতে (ডিআরইউ)‘গণতন্ত্র, সার্বভৌমত্ব ও রোহিঙ্গা সংকট: শহিদ আবরার ফাহাদের প্রেরণা’ শীর্ষক এক আলোচনা সভায় তিনি এসব কথা বলেন। গণঅধিকার পরিষদের (একাংশ) আহ্বায়ক ড. রেজা কিবরিয়ার সভাপতিত্বে ও যুগ্ম আহ্বায়ক সাদ্দাম হোসেনের সঞ্চালনায় ওই আলোচনা সভা অনুষ্ঠিত হয়। ইউরেনিয়াম নিয়ে আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ওবায়দুল কাদেরের বক্তব্যের সমালোচনা করে মির্জা ফখরুল বলেন, তাকে ব্যক্তিগতভাবে চিনি। আওয়ামী লীগের মধ্যে যে কয়েকজন পড়াশোনা করা মানুষ তার মধ্যে তিনি একজন, আমরা তাই জানতাম; কিন্তু তার যে করুণ অবস্থা হয়েছে, সেটা জানতাম না। এসময় তিনি আরো বলেন, ‘তাদের কথাগুলো কিন্তু আমাদের জন্য বিনোদনের ব্যাপার হয়ে গেছে। আমাদের জীবন তো দুর্বিষহ। এটুকু বিনোদন থেকে বঞ্চিত করবেন না। আর এসব কথা শুনে অতি দুঃখেও খুবই হাসি পায়।' দেশের অর্থনীতির অবস্থা ভয়াবহ উল্লেখ করে বিএনপি মহাসচিব বলেন, রেমিটেন্স কমে যাচ্ছে, গার্মেন্টের রপ্তানি কমে যাচ্ছে, বৈদেশিক টাকা আসছে না। কয়েক মাস পরে আমদানি করার জন্য যে টাকা রিজার্ভে দরকার তাও থাকবে না। রিজার্ভ একদম নিচে নেমে যাবে। এটা আমি বলছি না, আওয়ামী ঘরানার যে বড় বড় অর্থনীতিবিদ আছেন তারাই বলতে শুরু করেছেন। ভয়ঙ্কর অবস্থা। এটা যদি ঠিক না করা যায়, অবিলম্বে যদি ব্যবস্থা নেওয়া না যায় ভয়াবহ অর্থনৈতিক অনিশ্চিয়তার খেসারত দিতে হবে। আলোচনা সভায় অন্যদের মধ্যে বক্তব্য রাখেন এবি পার্টির আহ্বায়ক এএফএম সোলায়মান চৌধুরী, বিএনপি চেয়ারপারসনের বিশেষ সহকারী অ্যাডভোকেট শামসুর রহমান শিমুল বিশ্বাস, সাম্যবাদী দলের সৈয়দ নুরুল ইসলাম, লেবার পার্টির চেয়ারম্যান ডা. মোস্তাফিজুর রহমান ইরান।

এ সম্পর্কিত আরও পড়ুন বামডানউত্তরদক্ষিণ | বুঝি | আন্দোলনে | ঝাঁপিয়ে | পড়ুন | ফখরুল