আর্কাইভ থেকে ক্রিকেট

তামিমের থেকে ভালো কিছু পেতে হলে ধৈর্য ধরতে হবে: হাথুরু

তামিমের থেকে ভালো কিছু পেতে হলে ধৈর্য ধরতে হবে: হাথুরু
বিশ্বকাপে তামিম মাত্র দুইটা ম্যাচ খেলেছে। সে কিন্তু প্রস্তুতি ম্যাচগুলোতে রান পেয়েছে। আন্তর্জাতিক ক্রিকেটে একটু সময় লাগে। যদি আপনি কাউকে দুই ইনিংস দেখেই সিদ্ধান্ত নেন, তাহলে মালান আজকে এখানে খেলত না। তাই আমাদেরকে ধৈর্য ধরতে হবে। বললেন টাইগার কোচ হাথুরুসিংহে। মঙ্গলবার (১০ অক্টোবর) আফগানিস্তানের বিপক্ষে দুর্দান্ত জয়ের পর বিশ্বমঞ্চে নিজেদের দ্বিতীয় ম্যাচে ইংল্যান্ডের বিপক্ষে মাঠে নেমেছিল বাংলাদেশ। হিমাচল ক্রিকেট অ্যাসোসিয়েশন ক্রিকেট স্টেডিয়ামে এদিন প্রথমে ব্যাট করতে নেমে নির্ধারিত ৫০ ওভারে ৯ উইকেট হারিয়ে ৩৬৪ রান তুলে ইংলিশরা। জবাবে ব্যাট করতে নেমে ৪৮ দশমিক ২ ওভারে ২২৭ রান তুলে অল-আউট হয় বাংলাদেশ। লক্ষ্য তাড়া করতে নেমে শুরুতেই ৪ উইকেট হারিয়ে খাঁদের কিনারায় পড়েছিল বাংলাদেশ। টপ-অর্ডারের ব্যর্থতার দিনে ম্যাচ পরবর্তী সংবাদ সম্মেলনে এ নিয়ে প্রশ্ন ছুঁড়া হয় টাইগারদের প্রধান কোচ চন্ডিকা হাথুরুসিংহের কাছেও। এ সময় লিটন দাসের সঙ্গে ওপেনিংয়ে নামা তানজিদ তামিমকে নিয়েও প্রশ্ন উঠে। প্রথমবার বিশ্বমঞ্চে খেলছেন এই ওপেনার। যদিও কিছুদিন আগেই আন্তর্জাতিক ক্যারিয়ারে যাত্রা করেছেন তিনি। আফগানদের সঙ্গে ব্যর্থতার পরিচয় দেন তামিম। এবার ইংলিশদের বিপক্ষেও কাটা পড়েন চিরচেনা সেই ব্যর্থতার বৃত্তেই। তবুও তার ওপরেই আস্থা রাখছেন হাথুরুসিংহে। লঙ্কান এই কোচের মন্তব্য, তার (তামিম) থেকে ভালো কিছু পেতে হলে ধৈর্য ধরতে হবে। টাইগার কোচ বলেন, পরিকল্পনা ছিল স্ট্যাম্প লাইনে বল করা। অফ-স্ট্যাম্পের বাইরের লাইনে বোলিং করা নয়, বিশেষ করে প্রথম ১০ ওভারে। পরিকল্পনা বাস্তবায়ন করতে না পারায় আমরা পিছিয়ে পড়েছি। আমি এই ম্যাচের বোলিং নিয়ে সন্তুষ্ট নয়। আমরা আরও স্ট্যাম্পে বল করতে পারতাম। তিনি আরও যোগ করেন, আমার মনে হয় না আগে বোলিং নিয়ে আমরা ভুল করেছি। কারণ, উইকেটে কিছু ছিল, বিশেষত খেলা শুরু হয়েছে সাড়ে ১০টায় (বাংলাদেশ সময় ১১টায়), আগের দিনও একই কাজ করেছি। কিছুটা বৃষ্টি ছিল। উইকেটেও কিছু ছিল। ব্যাপারটা হচ্ছে আমরা ঠিক জায়গায় বল করিনি। আমাদের লাইন-লেন্থ ভালো ছিল না।

এ সম্পর্কিত আরও পড়ুন তামিমের | ভালো | কিছু | পেতে | হলে | ধৈর্য | ধরতে | হবে | হাথুরু