আর্কাইভ থেকে এশিয়া

লেবাননের পর সিরিয়া থেকেও হামলা ইসরাইলে

লেবাননের পর সিরিয়া থেকেও হামলা ইসরাইলে
নিজেদের ভূখণ্ডে ফিলিস্তিনি সশস্ত্র সংগঠন হামাসের রকেট হামলার পর গাজায় চলছে ইসরাইলি বাহিনীর তীব্র বিমান হামলা। এই হামলার জবাবে হামাসের সঙ্গে চলমান যুদ্ধের সমর্থনে ইসরাইলের উত্তরাঞ্চলীয় প্রতিবেশী সিরিয়া থেকেও ইসরাইলের ভূখণ্ডে হামলা হয়েছে। ইসরাইলের প্রভাবশালী গণমাধ্যম দ্য টাইমস অব্ ইসরাইল এর প্রতিবেদনে বলা হয়, মঙ্গলবার (১০ অক্টোবর) সিরিয়া থেকে ছোড়া কামানের গোলা ইসরাইলি ভূখণ্ডের উন্মুক্ত স্থানে আঘাত হানার তথ্য স্বীকার করেছে দেশটির সেনাবাহিনী। জবাবে ইসরাইলের সামরিক বাহিনীর সদস্যরা সিরিয়ার সীমান্তের ভেতরে কামান ও মর্টারের গোলা নিক্ষেপ করেছে। এক বিবৃতিতে ইসরাইলের প্রতিরক্ষা বাহিনী (আইডিএফ)জানিয়েছে, উত্তরাঞ্চলীয় প্রতিবেশী সিরিয়া থেকে ছোড়া কামানের গোলা ইসরাইলি ভূখণ্ডে আঘাত হেনেছে। এর জবাবে সামরিক বাহিনী সিরিয়ার ভূখণ্ড লক্ষ্য করে পাল্টা কামান ও মর্টারের গোলা নিক্ষেপ করা হয়েছে। এর আগে, হামাসের সঙ্গে চলমান যুদ্ধের সমর্থনে ইসরাইলে ক্ষেপণাস্ত্র হামলা চালায় লেবাননের ইরান-সমর্থিত শিয়াপন্থী গোষ্ঠী হিজবুল্লাহ। বুধবারও (১১ অক্টোবর ইসরাইলের দক্ষিণাঞ্চলে নিশানায় নিখুঁত আঘাত হানতে সক্ষম ক্ষেপণাস্ত্র হামলা চালানো হয়েছে বলে দাবি করেছে হিজবুল্লাহ। ইসরাইলের সামরিক বাহিনী বলেছে, ইসরাইলের প্রতিরক্ষা বাহিনী (আইডিএফ) বলেছে, লেবানন থেকে ছোড়া ট্যাঙ্ক-বিরোধী ক্ষেপণাস্ত্রটি আরব আল-আরামশি গ্রামের কাছে আঘাত হেনেছে। ইসরাইলের সঙ্গে লেবানন সীমান্তে এর আগেও সহিংসতা ছড়িয়ে পড়েছিল। সীমান্তের একটি ইসরাইলি সামরিক চৌকিতে লেবানন থেকে ক্ষেপণাস্ত্র নিক্ষেপ করা হয়েছে বলে দাবি করেছে ইসরাইল। মঙ্গলবার (১০ অক্টোবর) সীমান্ত পেরিয়ে ইসরাইলে অনুপ্রবেশের চেষ্টার সময় ইসরাইলি সেনাদের সঙ্গে হিজবুল্লাহর প্রচণ্ড সংঘর্ষ হয়। এ সময় হিজবুল্লাহর তিন সদস্য ও ইসরাইলি সামরিক বাহিনীর এক ডেপুটি কমান্ডার নিহত হন। হামাসের সঙ্গে ইসরাইলের চলমান যুদ্ধের মাঝে দুই প্রতিবেশী লেবানন ও সিরিয়া থেকে ইসরাইলি ভূখণ্ডে এ ধরনের হামলায় পশ্চিম এশিয়ায় যুদ্ধ ছড়িয়ে পড়ার আশঙ্কা তৈরি হয়েছে। শনিবার হামাসের হামলা শুরুর পর থেকেই ইসরাইলে অনুপ্রবেশের চেষ্টা করেছে লেবাননের ইসলামি প্রতিরোধ আন্দোলন হিজবুল্লাহর সদস্যরা।

এ সম্পর্কিত আরও পড়ুন লেবাননের | সিরিয়া | থেকেও | হামলা | ইসরাইলে