আর্কাইভ থেকে আফ্রিকা

ইয়েমেনে শরণার্থী শিবিরে আগুন; আটজনের মৃত্যু, দগ্ধ ১৫৭

ইয়েমেনে শরণার্থী শিবিরে আগুন; আটজনের মৃত্যু, দগ্ধ ১৫৭

ইয়েমেনের রাজধানী সানার একটি শরণার্থী শিবিরে আগুনে গুড়ে মারা গেছে অন্তত আটজন। গুরুতর দগ্ধ হয়েছে কমপক্ষে ১৫৭ জন। রোববার শরণার্থী শিবিরে এ ঘটনা ঘটে বলে জানিয়েছে আন্তর্জাতিক গণমাধ্যম ডয়চে ভেলে।

জার্মান গণমাধ্যম ডয়চে ভেলে জানায়, আগুন লাগার পরপরই টুইট করেন জাতিসংঘের শরণার্থী বিষয়ক সংগঠনের ডিরেক্টর কারমেলা। আগুনে শরণার্থী এবং শিবিরের নিরাপত্তার দায়িত্বে থাকা ব্যক্তিও মারা গেছে। আহত হয়েছে বহু মানুষ। আকস্মিক ওই খবরে তিনি মর্মাহত জানিয়ে বলেন, জাতিসংঘ সবাইকে সাহায্য করার জন্য প্রস্তুত।

সরকারিভাবে আটজনের মৃত্যুর খবর জানালেও সংবাদমাধ্যমকে বেসরকারি সূত্র জানিয়েছে, মৃতের সংখ্যা অনেক বেশি। একই কথা বলা হয়েছে কারমেলার টুইটেও।

জাতিসংঘ কর্মকর্তারা জানিয়েছে, প্রথমে যেখানে আগুন লাগে, সেখানে প্রায় ৭শ’ শরণার্থী ছিল। তারা সবাই সীমান্ত পেরিয়ে সৌদি আরবে কাজের সন্ধানে যাওয়ার চেষ্টা করেছিল। তাদের গ্রেপ্তার করে শরণার্থী শিবিরে পাঠিয়েছিল ইয়েমেন প্রশাসন।

হর্ন অফ আফ্রিকা পেরিয়ে সৌদি এবং মধ্যপ্রাচ্যের বিভিন্ন দেশে কাজে সন্ধানে যায় হাজার হাজার মানুষ। প্রচারক থেকে শুরু করে অফিসের হাউস কিপারসহ নানা ধরনের কাজের সন্ধান করে তারা। তবে সীমান্ত পেরোনোর সময় ধরা পড়ে বহু মানুষ। তাদের বিভিন্ন শরণার্থী শিবিরে পাঠিয়ে দেওয়া হয়। ইয়েমেনের শিবিরটিও তেমনি ছিল।

 

এসএন

এ সম্পর্কিত আরও পড়ুন ইয়েমেনে | শরণার্থী | শিবিরে | আগুন | আটজনের | মৃত্যু | দগ্ধ | ১৫৭