করোনাভাইরাসের টিকা দেয়া থাকলে দেশে আসতে আর পরীক্ষার প্রয়োজন নেই। তবে, যাত্রীদের টিকা গ্রহণের প্রমাণ সঙ্গে রাখতে হবে। জানিয়েছে বেসামরিক বিমান চলাচল কর্তৃপক্ষ (বেবিচক)।
গেলো মঙ্গলবার (৮মার্চ) রাতে এ সংক্রান্ত নির্দেশনা জারি করে গণমাধ্যমে তা জানানো হয়।
নির্দেশনায় বলা হয়, যেসব যাত্রী এক ডোজ টিকা নিয়েছেন, কিংবা কোনো টিকাই নেননি, তাদের দেশে আসতে হলে ৭২ ঘণ্টার মধ্যে করোনা পরীক্ষার নেগেটিভ রিপোর্ট থাকতে হবে।
এদিকে, বাংলাদেশ থেকে বিদেশে যেতেও করোনা পরীক্ষার বাধ্যবাধকতা আর নেই। সেক্ষেত্রে যাত্রীরা যে দেশে যাবেন, সে দেশের নির্দেশনা অনুসরণ করবেন।
এছাড়া ১২ বছরের নিচে শিশুদের করোনা পরীক্ষা করাতে না হলেও তাদের স্বাস্থ্য সংক্রান্ত অন্যান্য নির্দেশনা মানতে হবে।
তাসনিয়া রহমান