আর্কাইভ থেকে ক্রিকেট

কিউইদের বিপক্ষে কি ঘুরে দাঁড়াবে বাংলাদেশ?

কিউইদের বিপক্ষে কি ঘুরে দাঁড়াবে বাংলাদেশ?
বিশ্বকাপে নিজেদের তৃতীয় ম্যাচে শুক্রবার মাঠে নামবে বাংলাদেশ। সাকিব আল হাসানদের এবারের প্রতিপক্ষ নিউজিল্যান্ড। চেন্নাইয়ের এম. এ চিদাম্বরম স্টেডিয়াম ম্যাচটি অনুষ্ঠিত হবে বাংলাদেশ সময় দুপুর আড়াইটায়। কিউইরা উদ্বোধনী ম্যাচেই ইংল্যান্ড ও পরে নেদারল্যান্ডকে হারিয়ে ফুরফুরে মেজাজেই আছে হয়তো। এই দু’টি ম্যাচেই নজর কেড়েছেন কিউয়ি তারকা রাচিন রবীন্দ্র,উইল ইয়ংরা। অন্যদিকে বিশ্বকাপের শুরুটা  আফগানদের হারিয়ে হলেও, দ্বিতীয় ম্যাচে ইংল্যান্ডের কাছে বড় ব্যবধানে হারতে হয়েছে টাইগারদের।  ফলে কিউয়িদের বিরুদ্ধে ঘুরে দাঁড়াতে মরিয়া হয়ে থাকবে বাংলাদেশ। সাকিব মিরাজদের একটা বড় চিন্তা অধিনায়ক কেন উইলিয়ামসনের কামব্যাক। চোটের কারণে প্রথম দুই ম্যাচে তিনি না খেললেও বাংলাদেশের বিপক্ষে খেলবেন খেলবেন তিনি। ওয়ানডে ক্রিকেটে বাংলাদেশ ও নিউজিল্যান্ড মোট ৪১ ম্যাচে নিজেদের মুখোমুখি হয়েছে। নিউজিল্যান্ড জয় পেয়েছে ৩০ টি, বাংলাদেশ জয় পেয়েছে ১০ টি। ১ টি ম্যাচ পরিত্যক্ত হয়েছে। বিশ্বকাপে দুই দল মুখোমুখি হয়েছে ৫ বার। পাঁচবারের দেখায় পাঁচ ম্যাচেই জয় পেয়েছে নিউজিল্যান্ড। বাংলাদেশ জেতেনি কোন ম্যাচ। সর্বশেষ দেখায় নিউজিল্যান্ডের বিপক্ষে ৩ ম্যাচের ওয়ানডে সিরিজ হেরেছে বাংলাদেশ দল। প্রথম ম্যাচ বৃষ্টিতে ভেসে গেলেও, পরের দুই ম্যাচে হার নিয়েই মাঠ ছাড়তে হয়েছিল বাংলাদেশকে। যদিও দুই দলের মূল খেলোয়াড়েরা অনেকেই বাইরে ছিলেন সেই সিরিজে। মাটিতে নিউজিল্যান্ডের বিপক্ষে সিরিজ হেরেই বিশ্বকাপ খেলতে এসেছে বাংলাদেশ। তাই কিউইদের বিপক্ষে সর্বশেষ রেকর্ডের দিক থেকে পিছিয়ে থাকবে টাইগাররা। তবে বিশ্বকাপে বাংলাদেশ দলের ভালো শুরু কিছুটা অনুপ্রেরণা দেওয়ার মতোই ঘটনা। যদিও শেষ ম্যাচে ইংল্যান্ডের বিপক্ষে পরাজয় গুনতে হয়েছে।      

এ সম্পর্কিত আরও পড়ুন কিউইদের | বিপক্ষে | ঘুরে | দাঁড়াবে | বাংলাদেশ