আর্কাইভ থেকে ক্রিকেট

নিউজিল্যান্ডের বিপক্ষে ম্যাচ শেষে হাসপাতালে সাকিব

নিউজিল্যান্ডের বিপক্ষে ম্যাচ শেষে হাসপাতালে সাকিব
বিশ্বকাপের আগে ফুটবল খেলতে গিয়ে চোটে পড়েন সাকিব আল হাসান। এরপর খেলেননি দুটি প্রস্তুতি ম্যাচ।  নিউজিল্যান্ডের বিপক্ষে তৃতীয় ম্যাচে এসে আবারও চোটে পড়েছেন টাইগার অধিনায়ক। নিউজিল্যান্ডের বিপক্ষে ম্যাচে ঊরুর পেশিতে চোট পাওয়ায় হাসপাতালে স্ক্যান করাতে গেছেন তিনি। ব্যাটিংয়ের সময় পায়ে ক্র্যাম্প করতে দেখা যায় সাকিবকে। যদিও এরপর বোলিংও করেন তিনি। অবশ্য নিজের ১০ ওভার শেষ করে মাঠ থেকে উঠে যান তিনি। এরপর সাকিবকে আর মাঠে ফিরতে দেখা যায়নি। সাকিবের চোটের অবস্থা সম্পর্কে জানান পুরস্কার বিতরণীতে আসা বাংলাদেশ সহ-অধিনায়ক নাজমুল হোসেন শান্ত। শান্ত জানান, ঊরুর পেশিতে চোট পাওয়ায় স্ক্যান করাতে হাসপাতালে গেছেন সাকিব। স্ক্যান শেষে তার অবস্থা সম্পর্কে জানা যাবে। ঊরুর চোট তো আছেই, সঙ্গে সাকিবের হালকা জ্বরও আছে বলে জানা গেছে। তবে সাকিবের শরীরের অবস্থা নিয়ে টিম ম্যানেজমেন্টের পক্ষ থেকে এখনও আনুষ্ঠানিকভাবে কিছু জানানো হয়নি।

এ সম্পর্কিত আরও পড়ুন নিউজিল্যান্ডের | বিপক্ষে | ম্যাচ | শেষে | হাসপাতালে | সাকিব