আর্কাইভ থেকে জাতীয়

‘দেশের প্রথম’ নারী রেজিস্ট্রার

‘দেশের প্রথম’ নারী রেজিস্ট্রার
বাংলাদেশের পাবলিক বিশ্ববিদ্যালয়ের মধ্যে প্রথম নারী রেজিস্ট্রার হলেন কাবেরী মজুমদার। পাশাপাশি বিশ্ববিদ্যালয়ের ১৩ বছরের যাত্রায় এই প্রথম পূর্ণাঙ্গ রেজিস্ট্রারও পেল বাংলাদেশ টেক্সটাইল বিশ্ববিদ্যালয় বা বুটেক্স। বিশ্ববিদ্যালয়গুলোর ইতিহাসে নারীর ক্ষমতায়নে এ এক অনন্য মাইল ফলক। জানা যায়, বুটেক্সের ৮০তম সিন্ডিকেট সভায় কাবেরী মজুমদারকে রেজিস্ট্রার পদে নিয়োগ দেয়া হয়েছে। বিশ্ববিদ্যালয়ের সহকারি রেজিস্ট্রার (এইচআর) ইতিমনি স্বাক্ষরিত নিয়োগপত্রে দেখা যায়, কাবেরী মজুমদার সরকারের ২০১৫ সালের বেতন স্কেল অনুযায়ী তৃতীয় গ্রেডের আর্থিক সুযোগ সুবিধা পাবেন। আগামী ৩০ কর্মদিবসের মধ্যে কাবেরী মজুমদারকে তার স্বীয় পদে যোগদানের জন্য বলা হয়েছে নিয়োগপত্রে। নিয়োগপত্র পাওয়ার পর একান্ত সাক্ষাতকারে কাবেরী মজুমদার গণমাধ্যমে জানিয়েছেন, প্রধানমন্ত্রী বাংলাদেশের নারী সমাজকে মর্যাদার আসনে বসিয়ে প্রকৃত ক্ষমতায়নের যে আপ্রাণ চেস্টা করে যাচ্ছেন বঙ্গবন্ধুর হাতে গড়া বুটেক্সে রেজিস্ট্রার পদে একজন নারীকে দায়িত্ব দেয়া সেই প্রচেষ্টারই চুড়ান্ত রূপ। লিঙ্গ ব্যবধানকে অতিক্রম করে একজন রেজিস্ট্রারের যে ধরনের কাজ রয়েছে তার সবটুকু পূরণ করতেই তিনি বদ্ধ পরিকর। এই পদে নিয়োগ পাওয়ায় বুটেক্সের উপাচার্য অধ্যাপক ড. শাহ্ আলিমুজ্জামানসহ বুটেক্স সিন্ডিকেটের সকল সদস্য ও বুটেক্সের সকল অংশীজনকে তিনি ধন্যবাদ জানিয়েছেন। এ ছাড়া বুটেক্স শিক্ষক সমিতি, কর্মকর্তা সমিতি, কর্মচারী সমিতির সকল সদস্যের কাছে তিনি আন্তরিক সহযোগিতা কামনা করেছেন। বলেছেন, আগামীতে উপাচার্য অধ্যাপক ড. শাহ্ আলিমুজ্জামানের নেতৃত্বে বুটেক্স পরিবার চতুর্থ শিল্পবিপ্লব মোকাবিলায় বাংলাদেশের নেতৃত্ব দেবে। চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের ম্যানেজমেন্ট বিভাগ থেকে স্নাতক (সম্মান) ও স্নাতকোত্তর সম্পন্ন করে ১৯৮৯ সালে চট্টগ্রাম পলিটেকনিক ইনস্টিটিউটে শিক্ষক হিসেবে যোগদান করেন কাবেরী মজুমদার। প্রেষণে কারিগরি শিক্ষাবোর্ডে কাজ করার মাঝে ২০১১ সালে বুটেক্সে যোগদান করেন ডেপুটি রেজিস্ট্রার পদে। শুরু থেকেই তিনি প্রায় চার বছর রেজিস্ট্রারের (চলতি) দায়িত্ব পালন করেন। পরবর্তী সময়ে তিনি একাডেমিক শাখার ডেপুটি রেজিস্ট্রার হিসেবে কাজ করেন। সর্বশেষ ভারপ্রাপ্ত রেজিস্ট্রার হিসেবে আবারো দায়িত্ব পান ২০২২ সালের ২৩ নভেম্বর। আর পূর্ণাঙ্গ রেজিস্ট্রার পদে নিয়োগ পেলেন ১০ অক্টোবর ২০২৩। চট্টগ্রামের বোয়ালখালী থানার সারোয়াতলী গ্রামের বীরেন্দ্র লাল মজুমদার ও সূনীতি মজুমদারের সপ্তম সন্তান কাবেরী মজুমদার। স্বামী পটিয়া থানার ভাটিখাইনের রুপক কুমার চক্রবর্ত্তী। কাবেরী মজুমদার ব্যক্তি জীবনে দুই সন্তানের জননী। ছেলে কানাডাতে উচ্চ শিক্ষারত। আর একমাত্র মেয়ে দেশেই স্নাতকোত্তর শেষ করে একটি বেসরকারি ব্যাংকে কর্মরত। এএম/

এ সম্পর্কিত আরও পড়ুন দেশের | প্রথম | নারী | রেজিস্ট্রার