আর্কাইভ থেকে এশিয়া

ইসরাইলি হামলায় ৭২৪ শিশুসহ ২ হাজার ২১৫ জন নিহত

ইসরাইলি হামলায় ৭২৪ শিশুসহ ২ হাজার ২১৫ জন নিহত
ফিলিস্তিনের স্বাধীনতাকামী সশস্ত্র গোষ্ঠী হামাসের হামলায় ইসরাইলে ব্যাপক প্রাণহানী ও ক্ষয়ক্ষতির ঘটনায় প্রতিশোধ নিতে অবরুদ্ধ গাজায় বিমান হামলা অব্যাহত রেখেছে দেশটির সেনাবাহিনী। হামাসের বিরুদ্ধে প্রতিশোধমূলক হামলায় এখন পর্যন্ত ২ হাজার ২১৫ ফিলিস্তিনি প্রাণ হারিয়েছেন। এর মধ্যে ৭২৪ শিশু এবং ৪৫৮ জন নারী রয়েছেন। ফিলিস্তিনের স্বাস্থ্য মন্ত্রণালয় শনিবার এ তথ্য জানায়। ফিলিস্তিনের স্বাস্থ্য মন্ত্রণালয়ের বরাত দিয়ে বিবিসির প্রতিবেদনে বলা হয়,ফিলিস্তিনের স্বাস্থ্য মন্ত্রণালয় জানিয়েছে,ইসরাইলের হামলায় আহত হয়েছেন ৮ হাজার ৭১৪ জন। এ ছাড়াও পশ্চিম তীরে ৫৪ জন মারা গেছে ও ১ হাজার ১০০ মানুষ আহত হয়েছে বলেও জানিয়েছে তারা। ফিলিস্তিনের স্বাধীনতাকামী সশস্ত্রগোষ্ঠী হামাসের সঙ্গে ইসরায়েলের চলমান যুদ্ধ অষ্টম দিনে গড়িয়েছে। শনিবারেও উভয়পক্ষের হামলা-পাল্টা হামলা অব্যাহত আছে। ইসরাইলের হামলায় ফিলিস্তিনে গত ২৪ ঘণ্টায় নিহত হয়েছে ৩২০ জন। এ পর্যন্ত মোট ফিলিস্তিনি নিহত হয়েছে ২ হাজার ২১৫ জন, আহত ৮ হাজার ৭১৪ জন। এদিকে মোট ইসরাইলি নিহতের সংখ্যা ১ হাজার ৩০০ আর আহত হয়েছে ৩ হাজার ৪০০ জন। জর্ডানের পররাষ্ট্রমন্ত্রী আয়মান সাফাদি এক বিবৃতিতে বলেছেন,ফিলিস্তিনিদের নতুনভাবে বাস্তুচ্যুত করতে ইসরায়েলের যে কোনও পদক্ষেপ এই অঞ্চলের সংঘাতকে ‘গভীর খাদে’ ঠেলে দেবে। ইসরায়েল গাজায় মানবিক সহায়তা বন্ধ করায় এবং ভূখণ্ডের উত্তরে নাগরিকদের সরিয়ে নেওয়ার আদেশ প্রকাশ্যে আন্তর্জাতিক আইনের লঙ্ঘন। অপরদিকে,গাজায় নির্বিচারে বোমা বর্ষণের ঘটনাকে যুদ্ধাপরাধ অ্যাখ্যা দিয়েছেন ইরানের পররাষ্ট্রমন্ত্রী হোসাইন আমির।লেবাননে ইরানের দূতাবাসে সংবাদ সম্মেলনে তিনি আরও বলেন, ইসরায়েল কর্তৃক সংঘটিত অপরাধ বিশ্বকে দায় নিতে হবে। গত এক সপ্তাহে ফিলিস্তিনিদের হত্যা ছাড়া আর কিছুই করতে পারেনি ইহুদিরা। রিয়াদ-তেহরান ফিলিস্তিনকে সমর্থন জানাতে একমত হয়েছে। সেই সঙ্গে বেসামরিক নাগরিকদের ওপর নির্বিচারে হামলায় ইসরায়েলের বিরুদ্ধে নিন্দা জানাতে সম্মত দুই দেশ।

এ সম্পর্কিত আরও পড়ুন ইসরাইলি | হামলায় | ৭২৪ | শিশুসহ | ২ | হাজার | ২১৫ | জন | নিহত