আর্কাইভ থেকে এশিয়া

গাজায় স্থল অভিযান নিয়ে ইসরাইলকে সতর্ক করলো ইরান

গাজায় স্থল অভিযান নিয়ে ইসরাইলকে সতর্ক করলো ইরান
ফিলিস্তিরে গাজা উপত্যকায় স্থল অভিযান শুরু করলে মধ্যপ্রাচ্যের অন্য জায়গাগুলোতেও সংঘাত ছড়িয়ে পড়তে পারে।ইসরায়েলি বাহিনী যদি গাজায় ঢোকে, তবে ফিলিস্তিনের প্রতিরোধ আন্দোলনের নেতারা স্থানটিকে দখলদার সেনাদের কবরস্থানে পরিণত করবে। ইসরাইলকে এমন সতর্কবার্তা দিলেন ইরানের পররাষ্ট্রমন্ত্রী হোসেন আমির আব্দুল্লাহিয়ান। কাতারভিত্তিক গণমাধ্যম আলজাজিরাকে দেওয়া এক সাক্ষাতকারে ইরানের পররাষ্ট্রমন্ত্রী ইসরাইলের উদ্দেশ্যে বলেন,‘গাজা উপত্যকায় ইসরায়েলের হামলায় শিশুরা নিহত হচ্ছে। এ হামলা অবিলম্বে বন্ধ করতে পদক্ষেপ না নিলে অচলাবস্থা তৈরি হবে। আরও অনেক জায়গায় সংঘাত শুরু হয়ে যাওয়ার ব্যাপক আশঙ্কা আছে। এ আশঙ্কাকে উড়িয়ে দেওয়া যাচ্ছে না। এ আশঙ্কা ক্রমে বাড়ছে।’ জাতিসংঘের হিসাব অনুযায়ী, ইসরায়েল স্থল অভিযানের হুমকি দেওয়ার পর ১০ লাখ মানুষ তাঁদের ঘরবাড়ি ছেড়ে অন্য জায়গায় সরে যেতে বাধ্য হয়েছে। এর মধ্যে প্রায় ৫ লাখ মানুষই গাজার বাসিন্দা। এদিকে, রোববার ইসরাইল কর্তৃপক্ষ জানিয়েছে,হামাসের হামলায় কমপক্ষে ১ হাজার ৪০০ মানুষ নিহত হয়েছেন। এর মধ্যে ২৮৯ জন সেনা এবং কয়েকজন বিদেশি নাগরিক আছেন। অপরদিকে, ফিলিস্তিনের স্বাধীনতাকামী সশস্ত্র গোষ্ঠী হামাসের এক বিবৃতিতে বলা হয়, শনিবার কাতারে হামাসের নেতা ইসমাইল হানিয়ের সঙ্গে ইরানি পররাষ্ট্রমন্ত্রী আমির আব্দুল্লাহিয়ানের বৈঠক হয়েছে। ওই বৈঠকে গাজা পরিস্থিতি নিয়ে তারা আলোচনা করেছেন এবং পরস্পরকে সহযোগিতা দিয়ে যাওয়ার ব্যাপারে সম্মত হয়েছেন। একই দিন ফিলিস্তিনিদের সহায়তায় এগিয়ে আসা সব মুসলিম দেশের দায়িত্ব বলে জানিয়েছেন ইরানের সর্বোচ্চ নেতা আয়াতুল্লাহ আলী খামেনি। প্রসঙ্গত, ফিলিস্তিনি সশস্ত্র গোষ্ঠী হামাস গত ৭ অক্টোবর ইসরাইলে বড় ধরনের আক্রমণ শুরু করে।পাল্টা প্রতিশোধ নিতে ওই  দিনই পাল্টা হামলা শুরু করে ইসরাইল। এর পর থেকে গাজায় টানা বিমান হামলা চালানো হচ্ছে। গাজায় ইসরায়েলি বিমান হামলায় এখন পর্যন্ত ২ হাজার ৬৭০ জনের বেশি ফিলিস্তিনি নিহত হয়েছেন। নিহত ব্যক্তিদের চার ভাগের এক ভাগই শিশু। হামলায় আহত হয়েছেন প্রায় ১০ হাজার ফিলিস্তিনি। আলজাজিরার প্রতিবেদন অনুযায়ি আল আকসা মসজিদের অপবিত্রতা এবং কয়েক দশক ধরে ফিলিস্তিনিদের বিরুদ্ধে ইসরাইলি নৃশংসতার প্রতিক্রিয়া হিসেবে স্থল, আকাশ ও সমুদ্রপথে তারা নজিরবিহীন রকেট হামলা চালায় ফিলিস্তিনি সশস্ত্র গোষ্ঠী হামাস। দীর্ঘ ১৬ বছর ধরে গাজায় অবরোধ দিয়ে রেখেছে ইসরায়েল। শুধু তাই নয়, গত বছর থেকে ফিলিস্তিনের পশ্চিমতীরের শহরগুলোতে সামরিক অভিযান দেশটির সেনাবাহিনী। পাশাপাশি ফিলিস্তিনিদের ভূখন্ডে  ইসরায়েলের  অবৈধ বসতি বৃদ্ধিসহ নানা বিষয়ে ক্ষুব্ধ হয়ে রকেট হামলা চালায় হামাস। আর এর জবাবে বিমান হামলা চালায় ইসরায়েল।  

এ সম্পর্কিত আরও পড়ুন গাজায় | স্থল | অভিযান | নিয়ে | ইসরাইলকে | সতর্ক | করলো | ইরান