আর্কাইভ থেকে এশিয়া

তেল আবিব পৌঁছেই ভোল পাল্টালেন জো বাইডেন

তেল আবিব পৌঁছেই ভোল পাল্টালেন জো বাইডেন
‘গতকাল হাসপাতালে বিস্ফোরণের ঘটনায় আমি খুবই মর্মাহত ও ক্ষুব্ধ এবং আমি যা দেখেছি, তাতে আমার মনে হয়েছে, এটি আপনারা (ইসরায়েল) নয়, অন্য কোনো পক্ষ করেছে।’ বললেন ইসরায়েল সফররত মার্কিন প্রেসিডেন্ট জো বাইডেন। স্থানীয় সময় বুধবার(১৮ অক্টোবর) ইসরায়েলের রাজধানী তেল আবিব পৌঁছেই হামাসের বিরুদ্ধে যুদ্ধে ইসরায়েলের প্রতি সমর্থনের কথা জানিয়ে তিনি এই কথা বলেন। ইসরায়েলের প্রতি সংহতি প্রকাশ করতেই মার্কিন প্রেসিডেন্ট জো বাইডেনের এই সফর। পৌঁছানোর কয়েক মিনিটের মধ্যেই তিনি গণমাধ্যমের মুখোমুখি হন। এ সময় পাশে ছিলেন ইসরায়েলের প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহু। মার্কিন প্রেসিডেন্ট গাজায় হাসপাতালে হামলা চালানোর জন্য ফিলিস্তিনি ‘সন্ত্রাসীদের’ দায়ী করে বলেন, হামাস ‘শুধু দুর্ভোগই’ নিয়ে এসেছে। বাইডেন বলেন, ‘কিন্তু বাইরের অনেক মানুষই নিশ্চিত নন কে এই হামলা চালিয়েছে। তাই এ নিয়ে আমাদের অনেক কিছু করতে হবে।’ এর আগে, ইসরায়েলের উদ্দেশ্যে যুক্তরাষ্ট্র ছাড়ার সময় তিনি বলেছিলেন, ‘আল–আহলি আল–আরবি হাসপাতালে ওই বিস্ফোরণের ঘটনায় আমি ক্ষুব্ধ এবং গভীরভাবে মর্মাহত। ওই ঘটনায় বিপুলসংখ্যক প্রাণহানি হয়েছে।’ প্রেসিডেন্ট বাইডেন বলছেন, ‘যুক্তরাষ্ট্র দ্ব্যর্থহীনভাবে এই সংঘাতে বেসামরিক নাগরিকদের সুরক্ষার পক্ষে রয়েছে। ওই ‘বিস্ফোরণের’ ঘটনায় নিহত রোগী, স্বাস্থ্যকর্মী ও নিরীহ মানুষের প্রাণহানির মতো মর্মান্তিক ঘটনায় আমরা শোক প্রকাশ করছি।’ তবে তেল আবিবে পৌঁছেই ওই হামলার বিষয়ে বেনিয়ামিন নেতানিয়াহুর সুরে বাইডেন বলেন,  বাইরের অনেক মানুষই নিশ্চিত নন কে এই হামলা চালিয়েছে। তাই এ নিয়ে আমাদের অনেক কিছু করতে হবে।’ এদিকে হামাস শাসিত গাজার স্বাস্থ্য কর্তৃপক্ষ জানিয়েছে, হাসপাতালে ওই বিস্ফোরণে ৪৭১ জন নিহত হয়েছেন। ইসরায়েলি হামলায় সেখানে বিস্ফোরণ ঘটে বলে অভিযোগ করেছে ফিলিস্তিনি কর্তৃপক্ষ। ইসরায়েলি সেনাবাহিনী এর জন্য ফিলিস্তিনি ‘সন্ত্রাসীদের’ দায়ী করেছে। তাদের ভাষ্য, গাজার ইসলামিক জিহাদ সংগঠনটির ছোড়া রকেট লক্ষ্যবস্তুতে আঘাত না হেনে ভুল জায়গায় আঘাত করে এবং তা প্রমাণিত হবে।

এ সম্পর্কিত আরও পড়ুন তেল | আবিব | পৌঁছেই | ভোল | পাল্টালেন | জো | বাইডেন