আর্কাইভ থেকে বাংলাদেশ

জাতীয় ফুটবল দলের নতুন মুখ দুইজন, বাদ পরেছেন সাদ

জাতীয় ফুটবল দলের নতুন মুখ দুইজন, বাদ পরেছেন সাদ

মালদ্বীপ ও মঙ্গোলিয়ার বিপক্ষে প্রীতি ম্যাচের জন্য ২৩ সদস্যের জাতীয় ফুটবল দল ঘোষণা করেছে বাংলাদেশ ফুটবল ফেডারেশন (বাফুফে)। আজ মঙ্গলবার  (১৫ মার্চ) দুপুরে দলের তালিকা প্রকাশ করা হয়। 

নতুন স্প্যানিশ কোচ হ্যাভিয়ের ফার্নান্দেজ ক্যাবরেরার দলে জায়গা হয়নি সাদ উদ্দিনের। বড় চমক অর্ধযুগ পর জাতীয় দলেন নাসিরুল ইসলাম নাসিরের ফিরে আসা। দলে নতুন মুখ সাইফ স্পোর্টিং ক্লাবের মারাজ হোসেন ও পুলিশের ইসা ফয়সাল।

আগামী ২৪ মার্চ মালেতে মালদ্বীপের বিপক্ষে এবং ২৯ মার্চ সিলেটে মঙ্গোলিয়ার বিপক্ষে ফিফা ফ্রেন্ডলি ম্যাচ খেলবে জামাল ভূঁইয়ারা। 

বাংলাদেশ দল : 

গোলরক্ষক: আনিসুর রহমান জিকো, শহিদুল আলম সোহেল ও আশরাফুল ইসলাম রানা।

রক্ষণভাগ: তারিক কাজী, রিয়াদুল হাসান, টুটুল হোসেন বাদশা, ঈসা ফয়সাল, বিশ্বনাথ ঘোষ, রিমন হোসেন, ইয়াছিন আরাফাত ও রায়হান হাসান।

মিডফিল্ডার: জামাল ভূঁইয়া, সোহেল রানা, বিপলু আহমেদ, মাসুক মিয়া জনি, আতিকুর রহমান ফাহাদ, জুয়েল রানা, মারাজ হোসেন

স্ট্রাইকার: মোহাম্মদ ইব্রাহিম, সুমন রেজা, রাকিব হোসেন, জাফর ইকবাল ও নাবিব নেওয়াজ জীবন।

হাসিব মোহাম্মদ

এ সম্পর্কিত আরও পড়ুন জাতীয় | ফুটবল | দলের | নতুন | মুখ | দুইজন | বাদ | পরেছেন | সাদ