আর্কাইভ থেকে বাংলাদেশ

৯৫ হাজার ইভিএম নিয়ে শঙ্কিত ইসির মাঠ কর্মকর্তারা

৯৫ হাজার ইভিএম নিয়ে শঙ্কিত ইসির মাঠ কর্মকর্তারা

সংরক্ষণের জায়গা ও অবকাঠামোগত কারণে প্রায় ৯৫ হাজার ইলেকট্রনিক ভোটিং মেশিন (ইভিএম) নিয়ে শঙ্কিত নির্বাচন কমিশন । এ তথ্য জানিয়েছেন ইভিএম প্রকল্প পরিচালক (পিডি) কর্নেল মো. কামাল উদ্দিন।

তিনি বলেন,বর্তমানে মাঠ পর্যায়ে এই ইভিএমগুলো রাখার জায়গা নেই। এজন্য জায়গা ও অবকাঠামো ভাড়া করা একান্ত প্রয়োজন। কর্নেল কামাল ২৭ ফেব্রুয়ারি নির্বাচন কমিশনের মাসিক সভায় এ তথ্য জানানোর পর ১৩ মার্চ সভার কার্যবিবরণী জারি করে ইসি।

এ বিষয়ে ইসির যুগ্মসচিব (অর্থ ও প্রশাসন) বলেন, আঞ্চলিক নির্বাচন কর্মকর্তাদের কাছ থেকে ইভিএম সংরক্ষণের জন্য ফ্ল্যাট, বাড়ি, ইভিএম ধারণ ক্ষমতা, ভাড়ার পরিমাণ ইত্যাদি সংক্রান্ত সকল প্রস্তাব একীভূত করে নির্বাচন কমিশন বরাবর নথি উপস্থাপন করা হয়েছিল। ওই নথিতে কমিশনাররা কিছু অবজারভেশনসহ টেকনিক্যাল কমিটি গঠনের নির্দেশ দিয়েছিলেন।

সভায় বরিশালের নির্বাচন কর্মকর্তা মো. আলাউদ্দীন বলেন, ইভিএমগুলো বিভিন্ন প্রতিষ্ঠানে রাখা হয়েছে। এসব প্রতিষ্ঠান ইভিএমগুলো ফেরত নেওয়ার জন্য বার বার তাগিদ দিচ্ছে। ল্যাপটপসহ স্পর্শকাতর জিনিসপত্র দ্রুত ফেরত নেওয়া প্রয়োজন।

আইডিএ প্রকল্প-২ এর পিডি জানান, সার্ভার সংক্রান্ত মালামালগুলোর ক্রয় কার্যক্রম প্রায় শেষের দিকে। আগামীতে নতুন সার্ভার দেয়ার পর পুরোনো লাইসেন্সকৃত ল্যাপটপগুলো ফেরত নেওয়া হবে।

 

এসআই/

এ সম্পর্কিত আরও পড়ুন ৯৫ | হাজার | ইভিএম | নিয়ে | শঙ্কিত | ইসির | মাঠ | কর্মকর্তারা