ঢাকা-আরিচা মহাসড়কে পণ্যবাহী দুটি ট্রাকের মুখোমুখি সংঘর্ষের ঘটনা ঘটেছে। এ ঘটনার পর থেকে ঢাকা-আরিচা মহাসড়কে যানবাহন চলাচল বন্ধ রয়েছে। ফলে মহাসড়কের উভয় প্রান্তে যাত্রীবাহী বাসসহ অন্যান্য যানবাহনগুলো আটকে পড়েছে। সংঘর্ষের ঘটনায় দুটি ট্রাকেরই চালক আহত হয়েছেন। আহতদের উদ্ধার করে মানিকগঞ্জ ২৫০ শয্যাবিশিষ্ট জেনারেল হাসপাতালে নেয়া হয়েছে।
সোমবার (৩০ সেপ্টেম্বর) সন্ধ্যা সোয়া ৬টার দিকে সদর উপজেলার বাগজান এলাকায় তরা ব্রিজের কাছে দুর্ঘটনাটি ঘটে।
গোলড়া হাইওয়ে পুলিশের উপপরিদর্শক (এসআই) গোলাম মোস্তফা বিষয়টি গণমাধ্যমে নিশ্চিত করে বলেন, তরা ব্রিজ এলাকায় দুটি ট্রাকের মুখোমুখি সংঘর্ষের খবর শোনার পর ঘটনাস্থলে তাৎক্ষণিক একটি টিম নিয়ে উদ্ধার কাজ শুরু করেছি। দুর্ঘটনার পর থেকে ঢাকা-আরিচা মহাসড়কের উভয় প্রান্তে অনেক যানবাহন আটকে পড়েছে। যান চলাচল স্বাভাবিক করতে কাজ করছি।
এএম/