আর্কাইভ থেকে জাতীয়

ফাজিল-কামিল পাশ শিক্ষার্থীদের সুখবর দিলেন শিক্ষামন্ত্রী

ফাজিল-কামিল পাশ শিক্ষার্থীদের সুখবর দিলেন শিক্ষামন্ত্রী
মাদ্রাসা বোর্ড থেকে পাস করা ফাজিল ও কামিল পাশ শিক্ষার্থীরাও বিসিএস পরীক্ষায় অংশ নেয়ার সুযোগ পাবেন।রোববার(২২ অক্টোবর)জাতীয় সংসদের প্রশ্নোত্তর পর্বে শিক্ষামন্ত্রী দীপু মনি এ তথ্য জানান। স্পিকার ডক্টর শিরীন শারমিন চৌধুরীর সভাপতিত্বে জাতীয় সংসদের অধিবেশনের টেবিলে উত্থাপিত প্রশ্নোত্তর পর্বে আওয়ামী লীগের সংসদ সদস্য হাজী মোহাম্মদ সেলিমের লিখিত প্রশ্নের জবাবে তিনি এ তথ্য জানান। শিক্ষামন্ত্রী বলেন, ফাজিল ও কামিল স্তর ডিগ্রী ও মাস্টার্স সমমানের হওয়ায় মাদ্রাসা বোর্ডের ফাজিল ও কামিল পাস শিক্ষার্থীদের বিসিএস পরীক্ষা অংশ নেওয়ার সুযোগ আছে। তারা অংশ নিতে পারবে। প্রসঙ্গত,রোববার একাদশ জাতীয় সংসদের শেষ বা ২৫তম অধিবেশন শুরু হয়েছে। এ অধিবেশন চলবে আগামী ২ নভেম্বর পর্যন্ত।

এ সম্পর্কিত আরও পড়ুন ফাজিলকামিল | পাশ | শিক্ষার্থীদের | সুখবর | দিলেন | শিক্ষামন্ত্রী