আর্কাইভ থেকে বাংলাদেশ

পঞ্চাশে ৫০ সাকিব

পঞ্চাশে ৫০ সাকিব

নানা নাটকের নাটকীয়তা। যার মূল চরিত্রে একমাত্র তিনিই। পাঠক নিশ্চিত বুঝে গেছেন কার সম্পর্কে এই মন্তব্য। হ্যাঁ, তিনি সাকিব আল হাসান। দক্ষিণ আফ্রিকার যাওয়া না যাওয়ার যে নাটক তিনি চিত্রায়ন করেছিলেন তার মধুরেণ সমাপয়েৎ হয় তার প্রোটিয়ার সফরে গিয়ে। 

জায়গায় বদল করলে হয়তো মন  ভালো হবে। এমনটাই ছিলো তার মূল বক্তব্য। সত্যিই মনে হয় মনটা তার ভালো হয়েছে। বিমান থেকে নেমে সোজা জোহানেসবার্গ স্টেডিয়ামে তার অনুশীলনে মনযোগ দেওয়ার দৃশ্য দেখে হয়তো বিসিবি সভাপতি ঢাকায় বসে স্বস্তির নিশ্বাস ফেলেছেন।    

আর দক্ষিণ আফ্রিকার বিপক্ষে বাংলাদেশের তিন ম্যাচের ওয়ানডে সিরিজের প্রথমটিতেই অর্ধশতক হাঁকালেন সাকিব আল হাসান। তাতে ক্যারিয়ারের ৫০তম  অর্ধশতক করলেন তিনি। 

একই সাথে  আট মাস পর  হাফসেঞ্চুরির দেখা পেলেন  তিনি। সবশেষ  ২০২১ সালের জুলাইতে জিম্বাবুয়ের বিপক্ষে হারারেতে ৯৬ রানের অপরাজিত ইনিংস খেলেছিলেন তিনি।

হাসিব মোহাম্মদ

এ সম্পর্কিত আরও পড়ুন পঞ্চাশে | ৫০ | সাকিব