আর্কাইভ থেকে বাংলাদেশ

চট্টগ্রাম বন্দরে লাইটার ভেসেল ডুবি, নিখোঁজ ৭

চট্টগ্রাম বন্দরে লাইটার ভেসেল ডুবি, নিখোঁজ ৭

চট্টগ্রাম বন্দরের বহির্নোঙরে বালুবাহী জাহাজের ধাক্কায় টিটু-১৪ নামের লাইটার ভেসেল ডুবির ঘটনায় নিখোঁজ হয়েছেন আটজন। এছাড়া ৫ জনকে জীবিত উদ্ধার করেছে কোস্ট গার্ড।

আজ শনিবার (১৯ মার্চ) ভোরে এ দুর্ঘটনা ঘটেছে বলে নিশ্চিত করেন চট্টগ্রাম বন্দর কর্তপক্ষের সচিব ওমর ফারুক।

তিনি জানান, ভোর ৪টার দিকে এমভি টিটু-১৪ নামে একটি লাইটারেজ জাহাজ ডুবে যাওয়ার খবর আসে। চট্টগ্রাম বন্দরের বহির্নোঙরের পারকি বিচ সংলগ্ন এলাকায় ১৩ জন নাবিক নিয়ে জাহাজটি ডুবে যায়। খবর পেয়ে ঘটনাস্থলে গিয়ে পাঁচজনকে উদ্ধার করা হয়। এছাড়া ডুবে যাওয়া জাহাজের ক্যাপ্টেন অন্য একটি জাহাজে উঠেছেন। এ ঘটনায় নিখোঁজ সাতজনের অবস্থান এখনও শনাক্ত করা যায়নি। এ ঘটনায় তাদের কন্টিনজেন্ট, সাঙ্গু কন্টিনজেন্ট, কুতুবদিয়া কন্টিনজেন্ট ও সদর কন্টিনজেন্ট একযোগে উদ্ধার কার্যক্রম চালাচ্ছে। 

বাংলাদেশ লাইটারেজ জাহাজ শ্রমিক ইউনিয়নের সিনিয়র সহ-সভাপতি নবি আলম জানান, এমভি টিটু-১৪ জাহাজটি একটি বালুবাহী বার্জের ধাক্কায় ডুবে গেছে। জাহাজটি আবুল খায়ের গ্রুপের। জাহাজের নাবিকদের সঙ্গে যোগাযোগ করার চেষ্টা করছি। বন্দরের বহির্নোঙর থেকে মালামাল লোড করে সি-বিচ এলাকার দিকে যাওয়ার পথে জাহাজটি ডুবে যায়। জাহাজটিতে সিমেন্ট তৈরির কাঁচামাল ছিলো।

 

তাসনিয়া রহমান

এ সম্পর্কিত আরও পড়ুন চট্টগ্রাম | বন্দরে | লাইটার | ভেসেল | ডুবি | নিখোঁজ | ৭