আর্কাইভ থেকে বিনোদন

ফিলিস্তিনকে সমর্থন করায় অভিনেত্রী গ্রেপ্তার

ফিলিস্তিনকে সমর্থন করায় অভিনেত্রী গ্রেপ্তার
গেলো প্রায় ১০ দিন ধরে যুদ্ধ চলছে ইসরায়েল ও ফিলিস্তিনের মধ্যে। গাজ়ায় ইসরায়েলি সেনার সঙ্গে সংঘাত শুরু হয়েছে হামাস বাহিনীর। ফিলিস্তিনের স্বাধীনতাকামী সশস্ত্র সংগঠন হামাসকে সমর্থন করায় নামজাদা আরব-ইসরায়েলি অভিনেত্রী মাইসা আব্দ এলহাদিকে গ্রেপ্তার করেছে ইসরায়েলি পুলিশ। তার বিরুদ্ধে অভিযোগ, সামাজিকমাধ্যমের পাতায় নাকি উস্কানিমূলক পোস্ট করেছেন তিনি। গেলো ৭ অক্টোবর থেকে ইসরায়েলের উপরে হামলা চালিয়েছে হামাস বাহিনী। সেই হামাস বাহিনীর সমর্থনেই নাকি একাধিক প্ররোচনামূলক পোস্ট করেছেন মাইসা। ইসরায়েল পুলিশ কর্মকর্তার অভিযোগ- সামাজিকমাধ্যমের পাতায় মাইসার একাধিক পোস্ট নাকি সন্ত্রাসবাদকে আরও উস্কানি দিয়েছে। পুলিশের অভিযোগ, সামাজিকমাধ্যমে এক হামাস যোদ্ধা ও এক বয়স্ক ইসরায়েলি বন্দির ছবি পোস্ট করেছেন মাইসা। সেই পোস্টের বিবরণীতে একটি হাস্যকর ইমোজিও রেখেছেন অভিনেত্রী। অন্য এক পোস্টে গাজ়াকে ঘিরে ইসরায়েলের সীমান্ত লঙ্ঘনের বিষয়ে মাইসা লিখেছেন,‘চলো, বার্লিনের আদলে এগিয়ে যাই।’ বার্লিনের প্রাচীর ভাঙার প্রসঙ্গ তুলেই যে এই পোস্ট করেছেন মাইসা, তা নিয়ে কোনও সন্দেহ নেই ইসরায়েলি পুলিশকর্তাদের। ৩৭ বছরের হাদির বড়পর্দায় অভিষেক হয়েছিল ২০১৪ সালে। এরইমধ্যে বেশ জনপ্রিয়তা অর্জন করেছেন তিনি। তার অভিনীত উল্লেখযোগ্য চলচ্চিত্র হলো ‘আইস অব থিফ’, ‘৩০০০ নাইটস’, ‘দ্য অ্যাঞ্জেল’ প্রভৃতি।

এ সম্পর্কিত আরও পড়ুন ফিলিস্তিনকে | সমর্থন | করায় | অভিনেত্রী | গ্রেপ্তার