আর্কাইভ থেকে ক্রিকেট

বিশ্বকাপের ইতিহাসে বড় ব্যবধানে জয় পেলো অস্ট্রেলিয়া

বিশ্বকাপের ইতিহাসে বড় ব্যবধানে জয় পেলো অস্ট্রেলিয়া
দক্ষিণ আফ্রিকাকে হারিয়ে অঘটনের জন্ম দেয়া নেদারল্যান্ডসকে রীতিমত উড়িয়ে দিলো অস্ট্রেলিয়া। প্রথমে ব্যাট করতে নেমে ৩৯৯ রান সংগ্রহ করে অজিরা। জবাবে মাত্র ৯০ রানে আটকে যায় ডাচরা। ফলে নেদারল্যান্ডসকে ৩০৯ রানে হারিয়ে বিশ্বকাপের ইতিহাসে সবচেয়ে বড় ব্যবধানে জিতল অস্ট্রেলিয়া। বুধবার (২৫ অক্টোবর) দিল্লির অরুণ জেটলি স্টেডিয়ামে টস জিতে প্রথমে ব্যাট করতে নেমে নির্ধারিত ৫০ ওভারে ৮ উইকেট হারিয়ে ৩৯৯ রান করেছে অস্ট্রেলিয়া। জবাবে রান তাড়ায় অ্যাডাম জাম্পার বোলিং তোপে মাত্র ৯০ রানেই গুঁটিয়ে যায় ডাচরা। এতে নেদারল্যান্ডসকে ৩০৯ রানে হারিয়ে বিশ্বকাপের ইতিহাসে সবচেয়ে বড় ব্যবধানে জিতল অস্ট্রেলিয়া। এর আগে ২০১৫ বিশ্বকাপে আফগানিস্তানকে ২৭৫ রানে হারিয়েছিল সেই অস্ট্রেলিয়াই। এবার জয়ের ব্যবধানটা বাড়ানোর সঙ্গে পয়েন্ট টেবিলে সেরা চারে উঠল অজিরা।

এ সম্পর্কিত আরও পড়ুন বিশ্বকাপের | ইতিহাসে | বড় | ব্যবধানে | জয় | পেলো | অস্ট্রেলিয়া