আর্কাইভ থেকে বাংলাদেশ

স্কুলছাত্র ইমন হত্যা মামলায় ৪ জনের মৃত্যুদণ্ড

স্কুলছাত্র ইমন হত্যা মামলায় ৪ জনের মৃত্যুদণ্ড

নারায়ণগঞ্জের ফতুল্লায় স্কুলছাত্র ইমন হোসেন হত্যা মামলার রায়ে চারজনকে মৃত্যুদণ্ড দিয়েছেন আদালত। একই মামলায় দুই নারীকে যাবজ্জীবন কারাদণ্ড ও চারজনকে বেকসুর খালাস প্রদান করা হয়েছে।

রোববার (২০ মার্চ) দুপুরে অতিরিক্ত জেলা ও দায়রা জজ সাবিনা ইয়াসমিনের আদালত এ রায় দেন। মৃত্যুদণ্ডপ্রাপ্ত আসামিরা হলো- নাহিদ হাসান, আহমেদ হোসেন, সিরাজ ও সেন্টু। যাবজ্জীবন কারাদণ্ড দেয়া হয়েছে সালমা বেগম ও হোসনে আরাকে।

রায়ের সত্যতা নিশ্চিত করেছেন আদালতের (এপিপি) অতিরিক্ত পাবলিক প্রসিকিউটর জাসমিন আহমেদ।

মামলার বিবরণী থেকে জানা যায়, ২০১১ সালে ইমনের বড় ভাই ইকবালের (সিঙ্গাপুরপ্রবাসী) সঙ্গে চাচা আহম্মদ আলীর ঝগড়া হয়। একপর্যায়ে ইকবালের লাঠির আঘাতে আহাম্মদ আলীর মাথা ফেটে যায়। এরপর থেকেই তাদের দুই পরিবারের মধ্যে দ্বন্দ্ব লেগেছিল। ওই ঘটনার পরে ইকবালকে দেখে নেওয়ার হুমকি দেওয়ায় তাকে সিঙ্গাপুর পাঠিয়ে দেয় পরিবার। প্রায় দুই বছর পর ইকবালের পরিবারের ওপর প্রতিশোধ নিতে ইমনকে হত্যার পরিকল্পনা করে আহাম্মদ আলী। সে অনুযায়ী, ২০১৩ সালের ১৩ জুন ইমনকে বাড়ি থেকে ডেকে নিয়ে হত্যার পর লাশ ৯ টুকরা করে ফেলে দেওয়া হয়। পরে ২২ জুন বাড়ির অদূরে একটি ক্ষেত থেকে টুকরা করা লাশ উদ্ধার করা হয়।

মির্জা রুমন

এ সম্পর্কিত আরও পড়ুন স্কুলছাত্র | ইমন | হত্যা | মামলায় | ৪ | জনের | মৃত্যুদণ্ড