আর্কাইভ থেকে বিএনপি

বিজয়নগরে পুলিশ- বিএনপি সংঘর্ষ

বিজয়নগরে পুলিশ- বিএনপি সংঘর্ষ
বিজয়নগর পানির ট্যাংকের সামনে পুলিশের সাথে ব্যাপক সংঘর্ষে জড়িয়েছেন বিএনপির নেতাকর্মীরা। এ সময় বিএনপি নেতাকর্মীদের ছত্রভঙ্গ করতে টিয়ারশেল নিক্ষেপ করে পুলিশ। এতে কয়েকজন আহত হয়েছেন। সরকারের পদত্যাগের দাবিতে শনিবার (২৮ অক্টোবর) দুপুর ২টা থেকে শুরু হয় বিএনপির সমাবেশ। জানা গেছে, বিজয়নগর পানির ট্যাংকের কাছে গণঅধিকার পরিষদ সমাবেশ করছিল। পুলিশ ওই সমাবেশে বাধা দিলে সংঘর্ষের সূত্রপাত। এক পর্যায়ে বিএনপি নেতাকর্মীদের সঙ্গেও সংঘর্ষে জড়ায় পুলিশ। পুলিশের টিয়ার শেলে গণঅধিকার পরিষদসহ বিএনপির কিছু নেতাকর্মী আহত হয়েছেন। গণ অধিকার পরিষদের নেতা আবু হানিফ বলেন, আমরা এখানে সমাবেশ করছিলাম, হঠাৎ করে পুলিশ বিনা উসকানিতে আমাদের ওপর হামলা চালিয়েছে। হামলায় আমাদের বেশ কয়েকজন কেন্দ্রীয় নেতাসহ সর্বমোট ২৫ জনের মতো আহত হয়েছেন। এর মধ্যে দুইজন গুলিবিদ্ধ হয়েছেন, তাদের ঢাকা মেডিকেলে পাঠানো হয়েছে।

এ সম্পর্কিত আরও পড়ুন বিজয়নগরে | পুলিশ | বিএনপি | সংঘর্ষ