আর্কাইভ থেকে ক্রিকেট

বারেসিকে থামালেন মোস্তাফিজ, অ্যাকারম্যানকে ফেরালেন সাকিব

বারেসিকে থামালেন মোস্তাফিজ, অ্যাকারম্যানকে ফেরালেন সাকিব
নেদারল্যান্ডসের বিপক্ষে টস হেরে শুরুতে বোলিং করতে নেমে দারুণ সূচনা পেয়েছে বাংলাদেশের বোলাররা। শুরুতেই দুই ডাচ ওপেনার বিক্রমজিত সিং ও ম্যাক্স ও’ডাউডকে ফিরিয়ে দিয়েছে তাসকিন-শরিফুল। শনিবার (২৮ অক্টোবর) কলকাতার ইডেন গার্ডেনে টস জিতে শুরুতে ব্যাট করতে নেমে দ্বিতীয় ওভারেই তাসকিন আহমেদের বলে ফিরে যান বিক্রমজিত সিং। এর পরের ওভারেই শরিফুল ইসলামের বলে আউট হয়ে যান ম্যাক্স ও’ডাউড। দলীয় মাত্র ৪ রানের ভিতরেই দুই উইকেট হারানোর পর জুটি গড়েন বারেসি ও অ্যাকারম্যান। তবে ১৪ তম ওভারে মোস্তাফিজের বলে সাকিবের হাতে ক্যাচ দিয়ে ফেরেন বারেসি। আউট হবার আগে তিনি করেন ৪১ রান।  এর পরের ওভারেই অ্যাকারম্যানকে ফিরিয়ে দেন তাসকিন আহমেদ। দলীয় ৬৩ রানে চতুর্থ উইকেট হারিয়ে চাপে ডাচরা। বাংলাদেশ একাদশ : লিটন দাস, তানজিদ হাসান, নাজমুল হোসেন, সাকিব আল হাসান (অধিনায়ক), মুশফিকুর রহিম, মাহমুদউল্লাহ, মেহেদী হাসান মিরাজ, মেহেদী হাসান, তাসকিন আহমেদ মোস্তাফিজুর রহমান ও শরীফুল ইসলাম ও হাসান মাহমুদ। নেদারল্যান্ডস একাদশ : ম্যাক্স ও’ডাউড, বিক্রমজিত সিং, ওয়েসলি বারেসি, কলিন অ্যাকারম্যান, স্কট এডওয়ার্ডস (অধিনায়ক ও উইকেটকিপার), বাস ডি লিডি, সিব্র্যান্ড এঙ্গেলব্রেখট, লোগান ফন বিক, শারিজ আহমেদ, আরিয়ান দত্ত ও পল ফন মিকেরেন।  

এ সম্পর্কিত আরও পড়ুন বারেসিকে | থামালেন | মোস্তাফিজ | অ্যাকারম্যানকে | ফেরালেন | সাকিব