আর্কাইভ থেকে বাংলাদেশ

মরণোত্তর পদক পেলেন বীর মুক্তিযোদ্ধা কামরুল ইসলাম সিদ্দিক

মরণোত্তর পদক পেলেন বীর মুক্তিযোদ্ধা কামরুল ইসলাম সিদ্দিক

জাতীয় পর্যায়ে বিভিন্ন ক্ষেত্রে অবদান ও গ্রামীণ অবকাঠামো উন্নয়নে নগর ও আঞ্চলিক পরিকল্পনাবিদ, প্রকৌশলী বীর মুক্তিযোদ্ধা কামরুল ইসলাম সিদ্দিককে পল্লীবন্ধু মরণোত্তর পদক দেওয়া হয়েছে।

সাবেক রাষ্ট্রপতি ও জাতীয় পার্টির প্রতিষ্ঠাতা চেয়ারম্যান পল্লীবন্ধু হুসেইন মুহম্মদ এরশাদের জন্মদিন উপলক্ষে প্রথমবারের মতো এই পদক দেওয়া হয়। রোববার (২০ মার্চ) হোটেল সোনারগাঁওয়ে আনুষ্ঠানিকভাবে এই পদক প্রদান করা হয়। প্রকৌশলী বীর মুক্তিযোদ্ধা কামরুল ইসলাম সিদ্দিকের মরণোত্তর পদক গ্রহণ করেন তার মেয়ে আরিফা কবীর।

এসময় জাতীয় পর্যায়ে বিভিন্ন ক্ষেত্রে অবদানের স্বীকৃতি হিসেবে বীর মুক্তিযোদ্ধা কামরুল ইসলাম সিদ্দিকসহ আটজনকে  ‘পল্লীবন্ধু পদক ২০২১’ প্রদান করা হয়।

বীর ‍মুক্তিযোদ্ধা কামরুল ইসলাম সিদ্দিক ছাড়াও মরণোত্তর পদক দেয়া হয়েছে সাহিত্যে কবি ফজল শাহাবুদ্দিন ও সংগীতে এন্ড্রু কিশোরকে।

এ ছাড়া স্বাস্থ্য খাতে বীর মুক্তিযোদ্ধা ডা. জাফরুল্লাহ চৌধুরী, কৃষিতে গণমাধ্যম ব্যক্তিত্ব শাইখ সিরাজ, শিক্ষায় অধ্যাপক ড. নাজমুল আহসান কলিমউল্লাহ, ক্রীড়ায় গোলাম সারওয়ার টিপু, শিল্পে বীর মুক্তিযোদ্ধা শিল্প পতি আবদুল ওয়াহেদ বাবুলকে পল্লীবন্ধু পদক ২০২১-এ ভূষিত করা হয়।

মির্জা রুমন

এ সম্পর্কিত আরও পড়ুন মরণোত্তর | পদক | পেলেন | বীর | মুক্তিযোদ্ধা | কামরুল | ইসলাম | সিদ্দিক