আর্কাইভ থেকে বাংলাদেশ

অস্তিত্ব হুমকির মুখে পড়লেই পরমাণু অস্ত্র ব্যবহার করবে রাশিয়া

অস্তিত্ব হুমকির মুখে পড়লেই পরমাণু অস্ত্র ব্যবহার করবে রাশিয়া

অস্তিত্ব হুমকির মুখে পড়লেই কেবল তার দেশ পরমাণু অস্ত্র ব্যবহার করবে, অন্যথায় নয়। রাশিয়ার প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিনের সরকারি দপ্তর ক্রেমলিনের মুখপাত্র দিমিত্রি পেসকভ।

স্থানীয় সময় মঙ্গলবার মার্কিন টেলিভিশন চ্যানেল সিএনএনকে দেয়া সাক্ষাৎকারে তিনি এ কথা বলেন।

ইউক্রেন যুদ্ধকে কেন্দ্র করে পূর্ণাঙ্গ পরমাণু যুদ্ধ শুরু হতে পারে বলে পশ্চিমা দেশগুলোতে উদ্বেগ বেড়ে চলার প্রেক্ষাপটে তিনি একথা বললেন। 

দিমিত্রি পেসকভ বলেন, আমাদের অভ্যন্তরীণ ও দেশের জনগণের নিরাপত্তা নিয়ে একটি ধারণা আছে। পরমাণু অস্ত্র ব্যবহারের যেসব কারণ থাকতে পারে তা আপনি নিশ্চয় বুঝতে পারেন। ফলে যখন দেশের অস্তিত্ব হুমকির মুখে পড়বে তখনই কেবল আমাদের ধারণা মোতাবেক পরমাণু অস্ত্র ব্যবহৃত হতে পারে। দেশের নিরাপত্তা নীতি অনুসারে পরমাণু অস্ত্র ব্যবহারের অন্য কোনো কারণ থাকবে না।

এর একদিন আগে মার্কিন প্রেসিডেন্ট জো বাইডেন বলেন, এটি পরিষ্কার যে, রাশিয়া ইউক্রেনে রাসায়নিক ও জীবাণু অস্ত্র ব্যবহারের বিষয়টি বিবেচনা করছে। তিনি সতর্ক করে বলেন, রাশিয়া যদি তা করে তবে পশ্চিমাদের কঠোর জবাবের মুখে পড়তে হবে।

 

এ সম্পর্কিত আরও পড়ুন অস্তিত্ব | হুমকির | মুখে | পড়লেই | পরমাণু | অস্ত্র | ব্যবহার | করবে | রাশিয়া