আর্কাইভ থেকে বাংলাদেশ

হরতালের সমর্থনে শাহবাগে সড়ক অবরোধ

হরতালের সমর্থনে শাহবাগে সড়ক অবরোধ

হরতালের সমর্থনে শাহবাগে সড়ক অবরোধ করে বাম গণতান্ত্রিক জোটের ছাত্রসংগঠনের নেতা-কর্মীরা।

আজ সোমবার (২৮ মার্চ) সমর্থনে রাজধানীর শাহবাগে মিছিল ও সমাবেশ করেছে প্রগতিশীল ছাত্র জোট। সকাল সাড়ে ৬টার দিকে ঢাকা বিশ্ববিদ্যালয়ের টিএসসি থেকে একটি মিছিল নিয়ে শাহবাগে যায় বামপন্থি ছাত্রদের সংগঠনের জোট প্রগতিশীল ছাত্র জোট। তারা টায়ার জ্বালিয়ে ও রাস্তার পাশের ব্যানার-পোস্টারে অগ্নিসংযোগ করে ব্যারিকেড তৈরি করে। এসময় সড়কে যান চলাচল বন্ধ ছিল।

সড়ক অবরোধ করে হরতালের পক্ষে বক্তব্য দেন বাম গণতান্ত্রিক জোটের ছাত্রনেতারা।

নিত্যপণ্যের লাগামহীন মূল্যবৃদ্ধি প্রতিরোধ এবং গ্যাস, বিদ্যুৎ ও পানির দাম বাড়ানোর তৎপরতা বন্ধের দাবিতে আজ সারা দেশে আধা বেলা হরতাল পালনের ডাক দেয় বাম গণতান্ত্রিক জোট। এ হরতালে নৈতিক সমর্থন জানিয়েছে বিএনপি।

হরতালের সমর্থনে পল্টন মোড়ে অবস্থান নিয়ে গানে গানে মূল্যবৃদ্ধির প্রতিবাদ জানাচ্ছে বাংলাদেশ উদীচী শিল্পীগোষ্ঠী। তারা ঢোল-তবলা নিয়ে দ্রব্যমূল্য বৃদ্ধির প্রতিবাদ নিয়ে গান শুরু করেন। তাদের সঙ্গে সুর মেলায় বাম সংগঠনগুলোর নেতাকর্মীরাও।

 

 

এ সম্পর্কিত আরও পড়ুন হরতালের | সমর্থনে | শাহবাগে | সড়ক | অবরোধ