আর্কাইভ থেকে জাতীয়

রমজানে অফিসের সময়সূচি নির্ধারণ

রমজানে অফিসের সময়সূচি নির্ধারণ

রমজানে অফিসের সময়সূচি নির্ধারণ

আসন্ন পবিত্র রমজান মাসে সরকারি ও স্বায়ত্তশাসিত প্রতিষ্ঠানে অফিস সময় সকাল ৯টা থেকে বিকেল সাড়ে ৩টা পর্যন্ত নির্ধারণ করা হয়েছে। মাঝে  রয়েছে ১৫ মিনিটের বিরতি। 

আজ সোমবার (২৮ মার্চ) প্রধানমন্ত্রী শেখ হাসিনার সভাপতিত্বে মন্ত্রিসভার বৈঠকে পবিত্র রমজান মাসে সব সরকারি, আধা-সরকারি, স্বায়ত্তশাসিত এবং আধা-স্বায়ত্তশাসিত প্রতিষ্ঠানের জন্য এ সময়সূচি অনুমোদন করা হয়।

এ বিষয়ে মন্ত্রিপরিষদ সচিব জানান, রোজার সময় অফিস সকাল ৯টা থেকে বেলা সাড়ে ৩টা পর্যন্ত চলবে। মাঝে জোহরের নামাজের জন্য বেলা সোয়া একটা থেকে দেড়টা পর্যন্ত বিরতি থাকবে। শুক্র ও শনিবার সাপ্তাহিক ছুটি থাকবে।

রোজায় ব্যাংক, বিমা, আর্থিক প্রতিষ্ঠান, রেলওয়ে, হাসপাতাল, শিল্পকারখানা ও জরুরি সেবার দপ্তরগুলো তাদের মতো করে অফিসসূচি নির্ধারণ করবে। আদালতের সময়সূচি নির্ধারণ করবেন সুপ্রিম কোর্ট।

চাঁদ দেখা সাপেক্ষে আগামী রোববার (৩ এপ্রিল) থেকে শুরু হবে পবিত্র মাহে রমজান। 

অনন্যা চৈতী

এ সম্পর্কিত আরও পড়ুন রমজানে | অফিসের | সময়সূচি | নির্ধারণ