আর্কাইভ থেকে বাংলাদেশ

করোনায় চারদিন পর একজনের মৃত্যু

করোনায় চারদিন পর একজনের মৃত্যু

দেশে করোনাভাইরাসে (কোভিড-১৯) সবশেষ ২৪ ঘণ্টায় একজনের মৃত্যু হয়েছে। এর আগে গত চারদিন দেশে করোনায় কেউ মারা যাননি। এ নিয়ে এখন পর্যন্ত দেশে করোনায় মোট মৃত্যু হয়েছে ২৯ হাজার ১১৯ জনের। সোমবার (২৮ মার্চ) বিকেলে স্বাস্থ্য অধিদফতরের পাঠানো এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়েছে।

গত ২৪ ঘণ্টায় করোনা শনাক্ত হয়েছে আরো ৮১ জনের দেহে। এর আগে রোববার করোনা শনাক্ত হয় ৪৩ জনের দেহে। এ নিয়ে দেশে মোট করোনা রোগীর সংখ্যা বেড়ে দাঁড়িয়েছে ১৯ লাখ ৫১ হাজার ৩৬৩ জনে। বিজ্ঞপ্তিতে আরো বলা হয়, সবশেষ ২৪ ঘণ্টায় ৯ হাজার ৩৯৭ জনের নমুনা পরীক্ষা করা হয়েছে। শনাক্তের হার শূন্য দশমিক ৮৬ শতাংশ। এর আগে রোববার শনাক্তের হার ছিল শূন্য দশমিক ৫৪ শতাংশ।

নতুন করে করোনা থেকে সুস্থ হয়েছেন ৯৯৩ জন। এখন পর্যন্ত সুস্থ হয়েছেন ১৮ লাখ ৭৮ হাজার ৭৯৭ জন।

হাসিব মোহাম্মদ

এ সম্পর্কিত আরও পড়ুন করোনায় | চারদিন | একজনের | মৃত্যু