আর্কাইভ থেকে ফুটবল

১৭ বছর বয়সী ‘বিস্ময় বালক’ এন্ড্রিককে নিয়ে ব্রাজিলের দল ঘোষ

১৭ বছর বয়সী ‘বিস্ময় বালক’ এন্ড্রিককে নিয়ে ব্রাজিলের দল ঘোষ
বিশ্বকাপ বাছাইপর্বে সব শেষ ম্যাচে উরুগুয়ের বিপক্ষে হারের মুখ দেখেছে ব্রাজিল।  জয়ের পথে ফেরার মিশনে তাই দল ঘোষণায় বেশ কিছু পরিবর্তন এনেছেন সেলেসাওদের অন্তর্বর্তীকালীন কোচ ফের্নান্দো দিনিজ। সোমবার ২৪ সদস্যের দল ঘোষণা করেছেন ব্রাজিল কোচ। প্রথমবারের মতো জাতীয় দলে ডাক পেয়েছেন ৫ নতুন মুখ। যাদের মধ্যে আছেন মাত্র ১৭ বছর বয়সী ‘বিস্ময় বালক’ এন্ড্রিক ফিলিপে। বাকিরা হলেন ডগলাস লুইজ, পেপে, জোয়াও পেদ্রো ও পাওলিনিয়ো। চলতি মাসে বাছাইয়ের দুটি ম্যাচ খেলবে ব্রাজিল। আগামী ১৬ নভেম্বর কলম্বিয়ার বিপক্ষে এবং তার চার দিন পর আর্জেন্টিনার বিপক্ষে মাঠে নামবে পাঁচবারের চ্যাম্পিয়নরা। ব্রাজিল স্কোয়াড: গোলরক্ষক: অ্যালিসন (লিভারপুল), এডারসন (ম্যানচেস্টার সিটি), লুকাস পেরি (বোটাফোগো) ডিফেন্ডার: গ্যাব্রিয়েল ম্যাগালহেস (আর্সেনাল), ব্রেমার (জুভেন্টাস), মারকুইনহোস (পিএসজি), নিনো (ফ্লুমিনেন্স), এমারসন রয়্যাল (টটেনহ্যাম হটস্পার), কার্লোস অগাস্টো (ইন্টার মিলান), রেনান লোদি (মার্সেইল) মিডফিল্ডার: আন্দ্রে (ফ্লুমিনেন্স), ব্রুনো গুইমারেস (নিউক্যাসল ইউনাইটেড), ডগলাস লুইজ (অ্যাস্টন ভিলা), জোলিন্টন (নিউক্যাসল ইউনাইটেড), রাফায়েল ভেইগা (পালমেইরাস), রড্রিগো (রিয়াল মাদ্রিদ) ফরোয়ার্ড: গ্যাব্রিয়েল জেসুস (আর্সেনাল), রাফিনহা (বার্সেলোনা), এন্ড্রিক (পালমেইরাস), পেপে (পোর্তো), ভিনিসিউর জুনিয়র (রিয়াল মাদ্রিদ), জোয়াও পেদ্রো (ব্রাইটন), পাউলিনহো (অ্যাটলেটিকো-এমজি), গ্যাব্রিয়েল মার্টিনেলি (আর্সেনাল)  

এ সম্পর্কিত আরও পড়ুন ১৭ | বছর | বয়সী | বিস্ময় | বালক | এন্ড্রিককে | নিয়ে | ব্রাজিলের | দল | ঘোষ