আর্কাইভ থেকে দেশজুড়ে

যাত্রীবাহী বাস উল্টে ৪ জনের মৃত্যু, আহত ১৫

যাত্রীবাহী বাস উল্টে ৪ জনের মৃত্যু, আহত ১৫
ময়মনসিংহের শিকারিকান্দা এলাকায় নিয়ন্ত্রণ হারিয়ে যাত্রীবাহী বাস উল্টে চারজন মারা গেছেন। আহত হয়েছেন ১৫ জন। মঙ্গলবার (৭ নভেম্বর) রাত পৌনে একটার দিকে ঢাকা-ময়মনসিংহ মহাসড়কের শিকারিকান্দা এলাকায় ওই দুর্ঘটনা ঘটে। পুলিশ জানায়, রাত পৌনে একটার দিকে ঢাকা-ময়মনসিংহ মহাসড়কের শিকারিকান্দা এলাকায় ফয়েজ অ্যান্ড তাজ নামে শেরপুরগামী একটি যাত্রীবাহী বাস নিয়ন্ত্রণ হারিয়ে ডিভাইডারে ধাক্কা দিয়ে উল্টে যায়। এতে দুমড়ে-মুচড়ে যায় বাসটির সামনের অংশ। এ সময় ঘটনাস্থলে মারা যায় বাসে থাকা দুই যাত্রী। আহতদের উদ্ধার করে ময়মনসিংহ মেডিকেল কলেজ হাসপাতালে নেয়ার পথে মারা যায় আরও দুইজন। আহতদের মেডিকেলে ভর্তি করা হয়েছে। তাৎক্ষণিকভাবে হতাহতদের নাম পরিচয় জানা যায়নি। দুর্ঘটনার পর কিছু সময় যান চলাচল বাধাগ্রস্ত হলেও পুলিশ এবং ফায়ারসার্ভিসের সহযোগিতায় স্বাভাবিক হয় ঢাকা-ময়মনসিংহ মহাসড়কের যান চলাচল। কোতোয়ালি মডেল থানার ওসি জানান, দ্রুতগতি এবং ওভারটেক করতে গিয়ে ওই দুর্ঘটনা ঘটেছে বলে প্রাথমিকভাবে জানা গেছে।        

এ সম্পর্কিত আরও পড়ুন যাত্রীবাহী | বাস | উল্টে | ৪ | জনের | মৃত্যু | আহত | ১৫