আর্কাইভ থেকে দেশজুড়ে

অ্যাম্বুলেন্সে চাদরে ঢেকে মাদক পাচার

অ্যাম্বুলেন্সে চাদরে ঢেকে মাদক পাচার
কুড়িগ্রামের ফুলবাড়ীতে ২৫০ পিস ফেনসিডিল ও ১৮ কেজি গাঁজা উদ্ধার করা হয়। এ সময় মাদক পরিবহনে ব্যবহৃত একটি অ্যাম্বুলেন্স জব্দ করেছে পুলিশ । সোমবার (৬ নভেম্বর) রাতে উপজেলা সদরের ফুলবাড়ী -নাগেশ্বরী সড়কের ফুলবাড়ী সদর ইউপি চেয়ারম্যানের বাড়ির সামন থেকে এসব মাদক উদ্ধার করা হয়। ফুলবাড়ী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) প্রাণকৃষ্ণ দেবনাথ বিষয়টি নিশ্চিত করেন। তিনি জানান, মাদক বহন করা অ্যাম্বুলেন্সটি নাগেশ্বরী থেকে ফুলবাড়ী ব্র্যাক মোড় হয়ে লালমনিরহাটের দিকে যাচ্ছিল। এসময় ফুলবাড়ী থানা পুলিশের টহলদলের গাড়ির সাইরেন শুনে অ্যাম্বুলেন্সটি গতি পরিবর্তন করে। পরে উল্টো দিকে ফুলবাড়ী বাজারের দিকে যাওয়ার পথে অ্যাম্বুলেন্স রেখে পালিয়ে যান মাদক পাচারকারীরা। এরপর অ্যাম্বুলেন্সে তল্লাশি চালিয়ে এসব মাদক উদ্ধার করা হয়। এসব মাদক অ্যাম্বুলেন্সের সিটের ওপরে চাদর দিয়ে ঢেকে মরদেহের মতো করে রাখা ছিল বলেও জানান তিনি। ওসি প্রাণকৃষ্ণ জানান, ওই অ্যাম্বুলেন্সের পলাতক চালকের বিরুদ্ধে মামলা দায়ের হয়েছে। পাশাপাশি প্রকৃত অপরাধী শনাক্তে তদন্ত চলছে।

এ সম্পর্কিত আরও পড়ুন অ্যাম্বুলেন্সে | চাদরে | ঢেকে | মাদক | পাচার